- এই মুহূর্তে
- মে ১৭, ২০২২
পরেশ অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, ব্যক্তিগত প্রভাব খাটিয়ে মেয়েকে শিক্ষিকার চাকরি।
আজই মন্ত্রীকে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ আদালতের । মুখ্যমন্ত্রীকে বিচারপতির অনুরোধ, পরেশকে পদ থেকে সরান ।

রাজ্যের শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতাকে বেআইনি ভাবে একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। কলকাতা হাই কোর্টে সুবিচারের আশায় মামলা দায়ের করেছেন একজন মামলাকারী। অভিযোগ, মেধাতালিকায় অঙ্কিতার নাম ছিল না। এই মর্মেই মামলা করা হয়। মামলার রায় গোষণা করে হাইকোর্ট আজই মন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় তাঁকে সিবিআইয়ের দপ্তরে হাজির হতে হবে। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী আদালতের অনুরোধ— পরেশ অধিকারীকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। নবম-দশমের পর একাদশ-দ্বাদশেও এ বার শিক্ষক নিয়োগে সিবিআইয়ের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।বিচারপতি বলেছেন, স্বচ্ছতার স্বার্থেই মন্ত্রীকে তাঁর পদ থেকে সরানো সুপারিশ করা হয়েছে। সিবিআইকে বিচারকের নির্দেশ , গভীরে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে দুর্নীতি খুঁজে বের করতে হবে ।
একাদশ- দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগে মন্ত্রীর মেয়ে অঙ্কিতার নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে আদালতে মামলাকারি বলেছেন, এসএসসি-র মৌখিক পরীক্ষায় অঙ্কিতা বসেন নি। লিখিত পরীক্ষায় ৬১ নম্বর পেয়েছিলেন । আবেদনকারীর প্রাপ্ত নম্বর ছিল ৭৭ । তবুও তাঁর চাকরি মেলে নি ।পরেশ অধিকারীর রাজনৈতিক জীবন দীর্ঘ । বাম আমলে পূর্ণ খাদ্য ভূমিকা পালন করেছেন । কখনও তাঁর বিরুদ্ধে দুর্নিতীর অভিযোগ ওঠে নি । সহজ,সরল মানুষ হিসেবে পরিচিত । ফরওয়ার্ড ব্লকের সঙ্গে অনেক দিনের সম্পর্ক । ফ ব থেকে পরে তৃণমূলে যোগ দেন । মন্ত্রী নির্বাচিত হন । দুর্নিতী কিংবা দুর্ব্যবহারের অভিযোগের কখনও সম্মুখীন হতে হয়নি। এই প্রথম বেনিয়ম ও সজন-পোষণের
অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে ।
❤ Support Us