- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৩১, ২০২৪
ব্যাডমিন্টনের প্রি–কোয়ার্টার ফাইনালে সিন্ধু–লক্ষ্য, তীরন্দাজিতে দীপিকা, শুটিংয়ের ফাইনালে স্বপ্নিল

পদক জয়ের দিক দিয়ে প্যারিসে ভারত কি টোকিওকেও কি ছাপিয়ে যাবে? সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই ঘরে এসেছে দুটি ব্রোঞ্জ। মহিলাদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠে আশা জাগিয়েছেন লভলিনা বরগোহাইন। বুধবার মহিলাদের তীরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে প্রি–কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন দীপিকা কুমারী। ব্যাডমিন্টনের শেষ ষোলোয় পিভি সিন্ধু, লক্ষ্য সেনও।
দলগত ইভেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে ভারতীয় মহিলা দল। যোগ্যতা অর্জন পর্বে ভাল ফল করে প্রি–কোয়ার্টার ফাইনালে উঠে এসেছিল। শেষ ষোলোর লড়াইয়েও ভাল ফল। কোয়ার্টার ফাইনালে অবশ্য শেষরক্ষা হয়নি। হল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়। ব্যক্তিগত ইভেন্টে অবশ্য সেই হল্যান্ডেরই কুইন্টি রোফেনকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেলেন দীপিকা কুমারী। দীপিকা জেতেন ৬–২ ব্যবধানে।
শুটিংয়ে দেশের আরও একটা পদক জয়ের সম্ভাবনা তৈরি করেছেন স্বপ্নিল কুশালে। পুরুষদের ৫০ মিটার থ্রি পজিশনের ফাইনালে উঠেছেন এই ভারতীয় শুটার। যোগ্যতাঅর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করেন তিনি। স্বপ্নিল ফাইনালে উঠলেও হতাশ করেছেন আর এক শুটার ঐশ্বর্য প্রতাপ সিং তোমর। ১১ নম্বরে শেষ করে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন।
ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে প্রি–কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। গ্রুপ লিগের শেষ ম্যাচে তিনি এস্তোনিয়ার ক্রিস্টিন কুবার মুখোমুখি হয়েছিলেন। ক্রিস্টিন কুবাকে ২১–৫, ২১–১০ ব্যবধানে উড়িয়ে দেন সিন্ধু। শুরু থেকেই আধিপত্য ছিল সিন্ধুর। প্রথম গেমে একসময় ১৬–২ ব্যবধানে এগিয়েছিলেন। শেষদিকে ৩টি পয়েন্ট হারান। দ্বিতীয় গেমের শুরুর দিকে কুবা কিছুটা লড়াই করলেও পরের দিকে ম্যাচ থেকে হারিয়ে যান। শেষ পর্যন্ত ২১–১০ ব্যবধানে জেতেন। গ্রুপ লিগে পরপর দুটি ম্যাচ জিতে প্রি–কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু।
পুরুষদের ব্যাডমিন্টনে প্রি–কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন। ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে প্রথম গেমের শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় তুলে নেন তিনি। প্রথম গেমে একসময় ৮–২ ব্যবধানে পিছিয়ে ছিলেন। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২১–১৮ ব্যবধানে প্রথম গেম জিতে নেন। দ্বিতীয় গেমে অবশ্য লক্ষ্যরই একচেটিয়া দাপট ছিল। ২১–১২ ব্যবধানে জিতে পৌঁছে যান প্রি–কোয়ার্টার ফাইনালে। প্রি–কোয়ার্টার ফাইনাল তাঁর সামনে পড়তে পারেন ভারতেরই এইচএস প্রণয়।
❤ Support Us