Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ৫, ২০২৪

প্রতিবাদীদের আবার রাত দখল বসিরহাটে। শামিল শিশু থেকে মহিলা, বৃদ্ধ

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রতিবাদীদের আবার রাত দখল বসিরহাটে। শামিল শিশু থেকে  মহিলা, বৃদ্ধ

রাত জেগে আরজি কর চিকিৎসক খুনে জড়িতেদের শাস্তির দাবিতে প্রতিবাদে মুখর বসিরহাট, টাকি। জুনিয়র ডাক্তারদের আহ্বানে সাড়া দিয়ে আঁধার পেরিয়ে পথে নামলেন মহিলারা। তাতে শামিল নানা পেশা, নানা বয়সের সাধারণ মানুষ। বসিরহাট বোটঘাটের কাছে, মহকুমা শাসকের কার্যালয়ের সামনে সন্ধ্যা নামতেই প্রতিবাদীরা জড়ো হতে থাকেন। হাতে আরজি করে পড়ুয়া চিকিৎসকের হত্যা ও ধর্ষণের বিচার চেয়ে নানা স্লোগান লেখা প্লাকার্ড। ১৪ আগস্টের মতই এদিনও রাতের দখল নিলেন ছাত্র–‌ছাত্রী–‌মহিলারা। তাদের সঙ্গে গলা মেলালেন বহু সাধারণ মানুষ। গান, কবিতা, নাটক বক্তৃতায় চাপা পড়ে গেল যানবাহনের শব্দ, শহরের ব্যস্ততম স্থানের কোলাহলও। আবার রাত যত গভীর হল রাতের নীরবতা ভেঙে খান খান হয়ে গেল ‘‌বিচার চাই’,‌ ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌ স্লোগানে। একরত্তি শিশুও তার মায়ের হাত ধরে মোমবাতি হাতে কচি কন্ঠে স্লোগান তুলল। রাত ৯ টায় শহরের জমজমাট বোটঘাট এলাকায় বিক্ষোভকারীদের আবেদনে সাড়া দিয়ে দোকানদার ও বাসিন্দারা আলো নিভিয়ে দিয়ে প্রতিবাদে শামিল হলেন। বসিরহাট শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় আলো নিভিয়ে , বাড়ির সামনে মোমবাতি জ্বলিয়ে এদিন রাতে ‘‌বিচার পেতে আলোর পথে’‌ নামলেন নাগরিক সমাজও। এই প্রতিবাদে সংহতি জানালেন বিশিষ্ট জনেরা। রাত যত বেড়েছে ততই প্রতিবাদী কন্ঠ সোচ্চার হয়েছে। টাকির থুবা মোড়ে এদিন প্রতিবাদীরা পথে নামেন তিলোত্তমার বিচার চেয়ে। রাস্তায় ছবি স্লোগানে ভরিয়ে দেন তাঁরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!