Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • নভেম্বর ১৮, ২০২১

ফিলিপিন্সের নৌকায় হামলা চিনা উপকূলরক্ষী বাহিনীর, দক্ষিণ চিন সাগরের হাওয়া উত্তপ্ত   

ফিলিপিন্সের নৌকায় হামলা চিনা উপকূলরক্ষী বাহিনীর, দক্ষিণ চিন সাগরের হাওয়া উত্তপ্ত   

দক্ষিণ চিন সাগর উত্তাল। অভিযোগ ফিলিপিন্সের পণ্যবাহী নৌকায় হামলা চালিয়েছে চিনা উপকূলরক্ষী বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা বাড়ছে অঞ্চলটিতে।ফিলিপিন্সের বিদেশমন্ত্রী টিওডোরো লকসিন জানিয়েছেন, ১৬ নভেম্বর ‘এক্সক্লুসিভ ইকোনোমিক জোন’ তথা বিশেষ অর্থনৈতিক ক্ষেত্রের মধ্যে ঢুকে পড়ে চিনা উপকূলরক্ষী বাহিনী। ফিলিপিন্সের ফৌজের জন্য রসদ নিয়ে যাওয়া দু’টি নৌকার উপর জলকামান দিয়ে হামলা চালায় তারা। এই ঘটনায় কেউ আহত হয়নি তবুও উপকূলরক্ষী বাহিনীর কার্যকলাপ বেআইনি। ওই এলাকায় চিনের কোনও এক্তিয়ার নেই। তাদের বিষয়টি মাথায় রেখে এক্ষুনি পিছু হঠা উচিত।’

দক্ষিণ চিন সাগর বরাবর অন্যান্য দেশকে চাপে রেখে নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছে বেজিং। বিগত কয়েক বছর ধরেই দক্ষিণ চিন সাগরে সামরিক পরিকাঠামো গড়ে তুলছে লাল ফৌজ। প্রায় গোটা জলরাশিটাই নিজেদের আওতায় নিতে চায় শি জিনপিংয়ের সরকার। ফলে ফিলিপিন্স-সহ একাধিক দেশের সঙ্গে সংঘাতের পথে হাঁটছে বেজিং। পালটা, সেখানে আণবিক শক্তি চালিত যুদ্ধবিমানবাহী রণতরী পাঠিয়ে শক্তিপ্রদর্শন করছে আমেরিকা।

উল্লেখ্য, ফিলিপিন্সের জলরাশিতে হামলা চালাতে পারে চিনা ফৌজ বলে আশঙ্কা গোড়া থেকেই ছিল। গত এপ্রিল মাসে লালফৌজকে কার্যত যুদ্ধের হুমকি দিয়ে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র নেড প্রাইস অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান, ফিলিপিন্সের সেনাবাহিনী, জাহাজ বা বিমানের উপর হামলা হলে চুক্তি মেনে বন্ধু দেশটির পাশে দাঁড়াবে আমেরিকা। এমতাবস্থায় ড্রাগন বাহিনীর এই কার্যকলাপে যুদ্ধের রণডঙ্কা বাজল বলে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!