- এই মুহূর্তে বি। দে । শ
- জুলাই ২৪, ২০২৪
নেপালের গিরিকন্দরে ভেঙে পড়ল বিমান।নিহত ১৮ যাত্রী

ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে নেপালে। বুধবার ১৯ যাত্রীকে নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান। পোখরা যাচ্ছিল সেটি। টেক অফ করার পরই এমন দুর্ঘটনা ঘটে । ভেঙে পড়ার পর দাউ দাউ করে জ্বলে ওঠে বিমানটি। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ চলছে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
#WATCH | Plane crashes at the Tribhuvan International Airport in Nepal’s Kathmandu
Details awaited pic.twitter.com/DNXHSvZxCz
— ANI (@ANI) July 24, 2024
বুধবার সকাল এগারোটার সময় পোখরাগামী শৌর্য এয়ারলাইন্সের বিমানটি পাহাড়ের মাঝে ভেঙে পড়ে। উদ্ধারকারী দলের প্রতিনিধিরা বিমানের ১৯ যাত্রীর মধ্যে এখনও পর্যন্ত ৫ টি মৃতদেহ উদ্ধার করেছেন।ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। গুরুতর আহত হয়েছেন পাইলট ক্যাপ্টেন এমআর শাক্য। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি বিভাগের কর্মীরাই ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার কথা জানিয়েছেন বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর। সমাজমাধ্যমে ইতিমধ্যে দুর্ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র দিনেশ রাজ ময়নালি বলেছেন, আপাতত আগুন নেভানোর চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ জানার জন্য অনুসন্ধান চালাচ্ছেন তাঁরা।
তবে নেপালে এমন দুর্ঘটনা নতুন নয়। ২০১০ সাল থেকে ১২ টি দুর্ঘটনার সাক্ষী ছিল দেশটি। এর আগে ২০২৩ সালে একটি বিমান দুর্ঘটনায় সে দেশের ক্রু সদস্যসহ ৭২ জন নিহত হয়েছিলেন।
❤ Support Us