Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২০, ২০২৩

বুদ্ধ সম্মেলনে প্রধানমন্ত্রী : ভারত বিশ্বকে যুদ্ধ দেয়নি, দিয়েছে বুদ্ধের আদর্শ

 মোদি কেন বুদ্ধ শরণং ? জানাতে চান তাঁর ভাবমূর্তি স্বতন্ত্র , সংঘ পরিবার থেকে আলাদা ?

আরম্ভ ওয়েব ডেস্ক
বুদ্ধ সম্মেলনে প্রধানমন্ত্রী :  ভারত বিশ্বকে যুদ্ধ দেয়নি, দিয়েছে বুদ্ধের আদর্শ

চিত্র : সংবাদ সংস্থা

শান্তি প্রতিষ্ঠা ও মানব কল্যাণে গৌতম  বুদ্ধের আদর্শকে বিশেষ গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দিল্লিতে আয়োজিত বিশ্ব বৌদ্ধ সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি বলেছেন, মানুষের প্রকৃত মুক্তির চাবিকাঠি গৌতম বুদ্ধের চিন্তার অনুশীলনের ছড়িয়ে রয়েছে। এই প্রজন্ম তা ভুলে যাচ্ছে। একারণে হিংসা আর হানাহানির ঘটনা ক্রমশ বাড়ছে, বাড়ছে অসহিষ্ণুতা ও অসযোগিতার মনোভাব। কিন্তু  ভারত বিশ্বকে  হিংসা ও যুদ্ধের বার্তা দেয়নি, দিয়েছে বুদ্ধের শান্তির আদর্শ।

বুদ্ধের জীবন ও বাণী মানুষের আত্ম মুক্তির দিশারী। হিংসা-হানাহানি, ভেদাভেদ জর্জরিত ভারতীয় সমাজকে শান্তি ও সম্প্রীতির বীজমন্ত্র দিয়েছিলেন। যা পরে, ভারতের মূল ভূখণ্ড হয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। বুদ্ধের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ভারত আজ জগৎ কল্যাণে নিয়োজিত। এপ্রসঙ্গে তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে দুর্গতদের সাহায্যে ভারতের ভূমিকা উল্লেখ করে জানিয়েছেন, ভারত মানুষের যে কোনো দুর্যোগে তার সবর্শক্তি নিয়ে পাশে দাঁড়ায়।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!