- দে । শ প্রচ্ছদ রচনা
- এপ্রিল ৪, ২০২৪
উত্তরবঙ্গে প্রচারের শুরুতেই বিরোধীদের দুর্নীতি নিয়ে মোদির কটাক্ষ।বললেন, উন্নয়নের চেহার দেখে ভোট দিন
বিকশিত ভারত গড়ার লক্ষ্যেই ভোট দিন, কোচবিহারের সভা থেকে জনগণকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেন, গত দশ বছর ছিল শুধুই উন্নয়ণের ট্রেলার, আগামী পাঁচ বছরে কেন্দ্রে শক্তিশালী বিজেপি সরকার দেশকে বিশ্বের তৃতীয় বূহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে ।
আলিপুর দুয়ার এবং কোচবিহারের প্রার্থীর প্রচারে এসে নরেন্দ্র মোদি বলেন, ১৪০ কোটি মানুষের স্বপ্ন পূরণের গ্যারান্টি একমাত্র মোদিই । স্বাধীনতার পর থেকে গত ছয়-সাত দশকে কেন্দ্রে কংগ্রেসের সরকার যা করতে পারেনি, গত এক দশকে তা করে দেখিয়েছে বিজেপির নেতূত্বাধীন কেন্দ্রিয় সরকার । তিনি বলেন, দেশের স্বপ্নই মোদির সংকল্প । হিন্দির পাশাপাশি বাংলা বাক্য আউড়ে প্রচার ভাষণে তিনি আরও একবার বাংলার জনসাধারণকে স্মরণ করিয়ে দিতে চাইলেন, কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার থেকে রাম মন্দির, লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভায় নারী শক্তির আসন সংরক্ষণ এবং বিকাশ হয়েছে তাঁর আমলেই । উদ্দেশ্য মহৎ বলেই দেশের উন্নয়ণে তাঁরা সফল হয়েছেন বলে মন্তব্য করেন তিনি । নিয়োগ সহ রাজ্যের একাধিক দুর্নীতি প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, রাজ্যের ক্ষমতাসীন দল দুর্নীতিগ্রস্তদের পক্ষে প্ৰশ্ন তোলে, তাদের আড়াল করার চেষ্টা করছে । সন্দেশখালি প্রসঙ্গও উত্থাপন করে তিনি বলেন, এটা তূণমূলের অত্যাচারের পরাকাষ্ঠা । সেখানে মাহিলাদের ওপর যে অত্যাচার হয়েছে, তাদের শাস্তির প্রতিশ্রুতিও শোনা গেল মোদি কন্ঠে । পাশাপাশি তিনি নয়া নাগরিকত্ব আইন প্রসঙ্গে বলেন, মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করার চেষ্টা করছে রাজ্যের সরকার । বাংলায় রাজবংশী, মতুয়ারা যাঁরা এদেশের নাগরিকত্ব চায়, তাদরে অধিকার সুনিশ্চিত করতেই এই আইন। এদিন বাংলার তিনকোটি মহিলাকে লাখপতি দিদি সহ, নম ড্রোন দিদি যোজনায় মহিলাদের আত্মনির্ভর গড়ে তোলার কথা বলেন তিনি । পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার সহ সংলগ্ন এলাকায় পর্যটন এবং চা শিল্পের উন্নয়ণের লক্ষ্যে কেন্দ্রে শক্তিশালী বিজেপি সরকার গড়ে তোলার আহ্বান জানান তিনি ।
মোদির সভার আগেই কোচবিহারের মাথা ভাঙায় ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের জন্য বিশেষ স্বাস্থ্য বিমার কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । নাম না করেই সেই প্রসঙ্গ উত্থাপন করে নরেন্দ্র মোদি প্রচারসভা থেকে বলেন, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমাকে মান্যতা দেয় না তৃণমূল সরকার, দেশের প্রত্যেক জেলায় মেডিক্যাল কলেজ গড়তে চায় কেন্দ্র, এ রাজ্যে সেকাজেও বাধা দিচ্ছে তৃণমূল । ১০০ দিনের কাজ সহ আবাস যোজনার প্রাপ্য টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যখন সরব হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার, তখন প্রাপ্য টাকা দিলেও কাজ সম্পূর্ণ করতে রাজ্যের গড়িমসির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী মোদি । পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রসঙ্গে বলেন, দেশ জুড়েই অবাধ নির্বাচন গড়তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ওই কেন্দ্রীয় সংস্থা, সেই আবহে কারোর হুমকিকে উপেক্ষা করে সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্ত ভোটদান করেন, তার আহহ্বান জানান তিনি ।
❤ Support Us