Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২৩, ২০২৩

লোকসভায় ৩৫০ আসন পাওয়ার লক্ষ্য বেঁধে দিলেন নরেন্দ্র মোদি, নজরে বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
লোকসভায় ৩৫০ আসন পাওয়ার লক্ষ্য বেঁধে দিলেন নরেন্দ্র মোদি, নজরে বাংলা

শুক্রবার দিল্লিতে বিজেপি পদাধিকারীদের নিয়ে দুদিনের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, আগামী জানুয়ারি মাস থেকে তিনি সরকারি বা রাজনৈতিক অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যে যাওয়া শুরু করবেন। তাই সব রাজ্যের বিজেপি কার্যকর্তাদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, প্রধানমন্ত্রী এই বৈঠকে বলেছেন, “ইন্ডিয়া” ব্লকের মাধ্যমে দেশের দুর্নীতিগ্রস্থ দলগুলো জোট বাধার চেষ্টা করছে। এই দলগুলো পরিবারতন্ত্র বিশ্বাস করে। প্রধানমন্ত্রী বলেন, দেশের ১৬০টি আসনে বিজেপির সংগঠন দুর্বল। তবে এই কেন্দ্রগুলো থেকেও বিজেপির জয় ছিনিয়ে আনতে হবে। লক্ষ্য রাখতে হবে ৩৫০ আসনে জয় পাওয়া।

নরেন্দ্র মোদির বক্তব্য, “নিচুতলার কর্মীরাই দলের সম্পদ।দায়িত্ব নিয়ে তাদেরই কাজ করতে হবে। তবে কীভাবে তাঁরা মানুষের কাছে যাবেন বা কি বলবেন, সময়মতো সেই নির্দেশ পৌঁছে যাবে। কর্মীরা যাতে গুরুত্ব দিয়ে কাজ করতে পারে, নেতৃত্বকে তার জন্য সঠিক সময়, সঠিক নির্দেশ কর্মীদের নেতৃত্বকে দিতে হবে।”  বৈঠকে নরেন্দ্র মোদি জানিয়ে দেন, দক্ষিণ ও পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে দলের সাংগাঠনিক দুর্বলতা রয়েছে  সেটা তাঁর অজানা নয়। দক্ষিণ ও পূর্বের এইসব রাজ্যে প্রচারে কোনওভাবে গাফিলতি রাখা যাবে না বলেও প্রধানমন্ত্রী নির্দেশ দেন। বাংলা, বিহার ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে গতবারের তুলনায় বেশি আসন পেতে হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

শনিবার রাজ্যওয়ারি এই বৈঠকে বিজেপি সভাপতি, সাধারণ সম্পাদক, পর্যবেক্ষকরা নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী যখন বাংলায় আগের তুলনায় বেশি আসন পাওয়ার কথা বলেছেন, তাই বৈঠকে বাংলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অমিত শাহ কলকাতায় আসছেন , ২৫ ডিসেম্বর সারাদিন তিনি বংগো বিজেপির নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক আলোচনা করবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত অমিত শাহ এর আগে বাংলায় এসে বলেছিলেন, এবার বাংলা থেকে ৩৫টি আসন বিজেপিকে জিততে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!