- দে । শ
- জানুয়ারি ৪, ২০২৩
ব্রিটেনের রানির মৃত্যুর তিন মাস পর নতুন সম্রাটের সঙ্গে আলোচনায় নরেন্দ্র মোদি, একাধিক বিষয়ে ঐক্যমত্য দুদেশের প্রধানের।

তৃতীয় চার্লসের সঙ্গে ফোনে আলোচনা সারলেন নরেন্দ্র মোদি। ব্রিটিশ যুক্তরাজ্যের নতুন সম্রাটের সঙ্গে সৌজন্য বিনিময় কালে তাঁর রাজত্বকালের দীর্ঘায়ু কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী।
মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী ফোনে ব্রিটিশ সম্রাট তৃতীয় চার্লসের সঙ্গে দীর্ঘ আলোচনায় লিপ্ত হন। দুদেশের প্রধানের আলোচনায় উঠে এসেছে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ প্রভৃতি ক্ষেত্রে যৌথ স্বার্থের কথা। এদিন টুইট করে প্রধানমন্ত্রী এই ব্যাপারে দেশবাসীকে তাঁদের আলোচনার কথা উল্লেখ করেছেন। এই ফোনালাপে জি-২০ তে ভারতের নেতৃত্বের প্রাসঙ্গিকতার কথাও আলোচিত হয়েছে বলে টুইটে জানান মোদি। এদিন প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে যে এই আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী পরিবেশ দূষণ বন্ধ করতে স্বাস্থ্যকর জীবনযাত্রার ওপর গুরুত্ব দিয়েছেন। সেই সঙ্গে আলোচিত হয়েছে কমন ওয়েলথের কার্যক্ষমতা কিভাবে আরো বাড়ানো যায় তা নিয়েও।
প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে ব্রিটেনে দীর্ঘকাল সম্রাজ্ঞী পদে আসীন থাকার পর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর মৃত্যুর পর নিয়ম অনুযায়ী যথারীতি সম্রাট হন তৃতীয় চার্লস। তার পরে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রীর ফোনে বার্তালাপ। দুই মিত্র রাষ্ট্রের এই সৌহার্দ্যপূর্ণ আলোচনায় বিশ্বের আরও অনেক গুরুতর সমস্যার সমাধান সূত্র মিলতে পারে বলে মত আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের।
❤ Support Us