- দে । শ
- মে ২০, ২০২৩
হিরোশিমায় কিশিদা-মোদি সাক্ষাৎ। চিনের আগ্রাসনের নিন্দায় সরব জাপানের প্রধানমন্ত্রী। ইউক্রেনে রুশ হামলা নিয়ে কৌশলী নীরবতা।

হিরোশিমায় গিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন ভারত ও জাপানের প্রধানমন্ত্রী। জি-৭ সম্মেলন উপলক্ষে গতকাল জাপান পৌঁছেছেন নরেন্দ্র মোদি। শনিবার সকালে ফুমিও কিশিদার আমন্ত্রণে তার সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী। দীর্ঘ আলোচনা হয় দুদেশের রাষ্ট্রপ্রধানের মধে। একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে দুজনের মধ্যে কথা হয়েছে। সংবাদ সংস্থার খবর, শনিবাসরীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে।
বৈঠকে প্রধানত যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের অবস্থা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন কিশিদা। এপ্রসঙ্গে রাশিয়ার নাম সচেতন ভাবেই এড়িয়ে গেছেন জাপানের প্রধানমন্ত্রী। ভারত ও রাশিয়ার সম্পর্ক নিয়ে তিনি যথেষ্ট ওয়াকি বহাল। তাই মস্কো নিয়ে কোনো বিরূপ মন্তব্য ইন্দো-জাপান সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তা অনুমান করে তিনি রাশিয়ার হামলা নিয়ে চুপ থাকলেন বলে মনে করছে কোনো কোনো মহল।
চিনের আগ্রাসন নিয়ে নিজের মনোভাব অবশ্য গোপন করেননি কিশিদা। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিশ্বের কোথাও বলপূর্বক স্থিতাবস্থা বদলে দেওয়ার প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। এছাড়া, ভারত ও প্রশান্ত মহাসাগরে বাণিজ্যের ক্ষেত্রে দু দেশের সহযোগিতার ও সহাবস্থানের গুরুত্ব কতটা তা নিয়েও আলোচনা করেন দুই দেশের রাষ্ট্রনেতা।
❤ Support Us