Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২২, ২০২২

‌‘‌রোজগার মেলা’‌র মাধ্যে ৭৫ হাজার বেকারের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
‌‘‌রোজগার মেলা’‌র মাধ্যে ৭৫ হাজার বেকারের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, দীপাবলির আগেই ‘‌রোজগার মেলা’‌ কর্মসূচীর মাধ্যমে যুবকদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করলেন। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যে ৭৫ হাজার নির্বাচিত প্রার্থীর হাতে তিনি নিয়োগপত্র তুলে দিলেন। করোনা পরিস্থিতি ও তার পরবর্তী সময়ে নানা সমস্যার জন্য ভারতীয় অর্থনীতিতে বড় আঘাত নেমে এসেছিল। সেই আঘাত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ বলে তিনি জানিয়েছেন।

গত জুন মাসে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, কেন্দ্রীয় সরকারের বিভাগগুলিতে বিদ্যমান ১০ লক্ষ শূন্যপদ ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে পূরণ করা হবে। মোদি বলেছিলেন, দশম স্থান থেকে ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। যদিও ভারত একসময় বিশ্বের অনেক বড় অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছিল এবং সর্বকালের উচ্চ মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মুখোমুখি হয়েছিল। গত আট বছরে দেশের অর্থনীতির সেইসব ত্রুটি থেকে মুক্তি পেয়েছে, যা প্রতিবন্ধকতা তৈরি করেছিল।
৭৫ হাজার নতুন নিয়োগপ্রাপ্তরা ৩৮টি মন্ত্রণালয় ও বিভাগে গ্রুপ এ, গ্রুপ বি (‌গেজেটেড), গ্রুপ বি (নন–গেজেটেড) এবং গ্রুপ সি পদে যোগদান করবেন। যে পদগুলিতে নিয়োগ করা হচ্ছে সেগুলির মধ্যে রয়েছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর কর্মী, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, ব্যক্তিগত সহকারী, আয়কর পরিদর্শক এবং মাল্টি টাস্কিং স্টাফ। সরাসরি মন্ত্রণালয়, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন এবং রেলওয়ে নিয়োগ বোর্ডের মতো নিয়োগকারী সংস্থাগুলির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দ্রুত নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং প্রযুক্তিসক্ষম করা হয়েছে।

নিয়োগকারীদের উদ্দেশে মোদি বলেন, ‘‌আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একযোগে নিয়োগপত্র দেওয়ার একটি ঐতিহ্য শুরু করা উচিত যাতে বিভাগগুলিতে নির্দিষ্ট সময়ে প্রকল্পগুলি সম্পূর্ণ করার সম্মিলিত মেজাজ তৈরি হয়। আমি খুশি যে, অনেক এনডিএ শাসিত এবং বিজেপিশাসিত রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও একই রকম রোজগার মেলার আয়োজন করবে।’‌ তিনি আরও বলেন, ‘‌কয়েক মাসের মধ্যে লক্ষাধিক শূন্য পদের জন্য বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা এবং নিয়োগপত্র প্রদান গত ৭–৮ বছরে সরকারি ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে তারই ইঙ্গিত।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!