- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২৫, ২০২৩
সেনা পোশাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কারা? জানতে যাদবপুর থানায় তলব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিনকে

সম্প্রতি ভারতীয় সেনা বাহিনীর পোশাক পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ২৫ থেকে ৩০ জন ঢুকে পড়ে। তারা জানায়, তারা এশিয়ান হিউম্যান রাইটস কমিশন থেকে এসেছেন, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতিতে তারা নিরাপত্তা সুনিশ্চিত করতে চান। এই ঘটনায় যাদবপুর থানা একটি স্বতঃপ্রণোদিত মামলা করেছে। আজ শুক্রবার এই ঘটনার জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু, ডিন অফ স্টুডেন্টস রজত রায় এবং এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের সাধারণ সম্পাদককে।
যাদবপুর থানা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টস -এর কাছে জানতে চাইবে কেন এই ঘটনা ঘটে যাওয়ার দু’দিন পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে যাদবপুর থানায় কিছু জানায়নি। কেন, কী ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই জন ২৫/৩০ লোক ভারতীয় সেনা বাহিনীর পোশাক পরে ঢুকে পড়তে পারল, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টস এর কাছে পুলিশ জানতে চাইবে।
এভাবে সেনা বাহিনীর পোশাক পরে যে কোনও যায়গায় চলে যাওয়া যায় না। এদিকে ঘটনার দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের ওই সেনা বাহিনীর পোশাক পরিহিত অবস্থায় দেখে কেই কেউ বিশ্ববিদ্যালয়ের মধ্যেই তাদের পরিচয় জানতে চাইলে তারা জানান, তারা এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে এসেছে। তাদের সংগঠনের যারা শীর্ষে আছেন,তারাই পাঠিয়েছেন। এদিকে ঘটনার দিনই এশিয়ান হিউম্যান রাইটস এর সাধারণ সম্পাদক যাদবপুরে তাদের সদস্যরা ভুল করে চলে গেছে বলে মার্জনা চেয়েছিলেন। তবে কেন তাদের সদস্যরা ভারতীয় সেনা বাহিনীর পোশাক পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিল সেই প্রশ্নের উত্তর সেদিন জাতীয় মানবাধিকার কমিশনের তরফে সাধারণ সম্পাদক দিতে পারেননি।
অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার পরও কেমন করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এতো ঢিলেঢালা হতে পারে সেই বিষয়ে পুলিশ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন এর কাছে যাদবপুর থানার পুলিশ জানতে চাইবে।
❤ Support Us