Advertisement
  • এই মুহূর্তে
  • জুন ১, ২০২২

কংগ্রেস ডুবছে। ডুবতে বা ভাসতে নারাজ প্রশান্ত।

কংগ্রেস ডুবছে। ডুবতে বা ভাসতে নারাজ প্রশান্ত।

নিজেকে কি ভোট কুশলী ভাবতে ভালোবাসেন প্রশান্ত কিশোর? গুজরাট থেকে বাংলা—এরকম বহু রাজ্যে অন্যের কণ্ঠে এরকম স্তুতি তিনি বহু বছর ধরে শুনে আসছেন। সম্প্রতি তাঁর সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছে। কখনও নিতিশের দলের হয়ে, কখনও সমাজবাদীর হয়ে কখনও নরেন্দ্র মোদির হয়ে ভোট কৌশল রচনা করেছেন। এবার তাঁর এ সফরে পোশাক বদল দরকার। দরকার অন্যরকম ভাবনা। বিকল্প সরকার গড়ার পরিকল্পনা নিয়ে বিহারের গ্রামে গ্রামে ঘুরছেন। আসন্ন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে সম্ভবত চুপ করে বসে থাকবেন না। সব-বিরোধীদের পছন্দের প্রার্থী ঠিক করতে দৌঁড়ঝাঁপ শুরু করবেন। কিন্তু কংগ্রেস থেকে যতদূর সম্ভব দূরে রাখবেন নিজেকে। সমাজবাদী দলের সদ্য প্রায়াত নেতা রখুবংশ নারায়ণ সিংহকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে বৈশালী গিয়েছিলেন, মঙ্গলবার। সেখানেই সাংবাদিকদের বলেছেন, আমারও বহু হারজিৎ আছে । গত নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে হেরেছি। কংগ্রেসি নেতারা ডুবছেন। ওঁদের সঙ্গে যে যাবে, সে ডুববে। আমিও ডুবে যাব। অতএব আর কংগ্রেসের সঙ্গে নয়।


❤ Support Us
error: Content is protected !!