- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৭, ২০২৩
এশিয়ান গেমসে প্রথমবার ভারতের ঝুলিতে ১০০ পদক, সফল ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মোদি

এশিয়ান গেমসে ভারতের নজিরবিহীন সাফল্যে গর্বিত দেশে। এই প্রথম ভারতের ঝুলিতে এশিয়ান গেমসে ১০০ পদক । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়েছেন ভারতের সফল অ্যাথলিটদের। শনিবার সকাল থেকেই শুরু হয় ভারতের পদক জয়। গতকালই হাংঝৌয়ে ১০০ পদক নিশ্চিত করে ফেলেছিল ভারতের ক্রীড়াবিদরা। পদকের রং কেবল নিশ্চিত ছিল না।
শনিবার সকাল থেকে পদক প্রাপ্তির সংখ্যা বাড়তে শুরু করে। সকাল সকাল সোনা জেতেন ভারতের মহিলা তিরন্দাজ জ্যোতি ভেন্নাম। মহিলা কবাডি দল সোনা জেতায় ভারত একশো পদক জিতে নেয়। ভারতীয় দলকে অভিনন্দন জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানান হার্টের সফল ভারতীয় খেলোয়াড়দের।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানান, ১০ অক্টোবর দেশের সফল প্রতিযোগীদের অভ্যর্থনা জানাবেন তিনি। মোদি লেখেন, ”এশিয়ান গেমসে ঐতিহাসিক সাফল্য ভারতের। ১০০ পদক জেতায় ভারতের মানুষ নিশ্চিতভাবেই অভিভূত হবেন। আমাদের অসাধারণ ক্রীড়াবিদদের আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের প্রচেষ্টা ভারতকে এই ঐতিহাসিক মাইলফলকের দিকে নিয়ে গিয়েছে। প্রতিটি অবিশ্বাস্য পারফরম্যান্স ইতিহাস তৈরি করেছে। আমাদের প্রত্যেকের হৃদয় গর্বে ভরে উঠে
ছে।”
❤ Support Us