Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১০, ২০২৩

স্কুল শিক্ষা দফতরের নতুন চেয়ারম্যান হলেন বঙ্গবাসী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভীক মজুমদারকে

আরম্ভ ওয়েব ডেস্ক
স্কুল শিক্ষা দফতরের নতুন চেয়ারম্যান হলেন বঙ্গবাসী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভীক মজুমদারকে

রাজ্যের স্কুল শিক্ষা দফতরের সিলেবাস কমিটির নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হল। এবার স্কুল শিক্ষা দফতরের সিলেবাস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে বঙ্গবাসী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়ের হাতে। উদয়নবাবু লেখাপড়া করেছেন প্রেসিডেন্সি কলেজে।

গত ১২ বছর স্কুল শিক্ষা দফতরের সিলেবাস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন অধ্যাপক অভীক মজুমদার। তাঁকে সিলেবাস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও তিনি সিলেবাস কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করবেন বলে জানা গিয়েছে।

কোনও রাজনৈতিক কারণে এই পরিবর্তন নয়। জানা গিয়েছে, কিছুদিন আগে স্কুল শিক্ষা কমিটির চেয়ারম্যান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আর্জি জানান, তাঁকে যেন চেয়ারম্যানের গুরুদায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। কারণ তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজেই মনোযোগ দিতে চান। এরপরই নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হল অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়কে। এখন দেখার, উদয়নবাবু স্কুল শিক্ষা দফতরের সিলেবাস কমিটির চেয়ারম্যান হিসেবে আসীন হয়ে গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নেন কিনা।

অধ্যাপক অভীক মজুমদারকে কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হলেও তিনি নিজের ইচ্ছানুসারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে বেশি সময় দেবেন। অধ্যাপনার কাজে বেশি সময় দিতে  রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে যে আর্জি জানিয়েছিলেন অধ্যাপক অভীক মজুমদার, তাতে ছাড়পত্র মিলেছে।

জানা গিয়েছে, অধ্যাপনার পাশাপাশি অভীকবাবু এবার তাঁর নিজের ইচ্ছানুসারে গবেষণার কাজেও মনোনিবেশ করবেন। প্রসঙ্গত, সিলেবাসে পরিবর্তন ঘটাতে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে ২০১১ সালে সিলেবাস কমিটি তৈরি করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সিলেবাস কমিটিতে শীঘ্রই আরও কিছু রদবদল ঘটানো হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!