Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ১৮, ২০২৩

দুর্গাকে নিয়ে আপত্তিকর মন্তব্য। প্রতিবাদ তৃণমূল-বিজেপির। গ্রেফতারির দাবি কুড়মি নেতা অজিত মাহাতোকে

আরম্ভ ওয়েব ডেস্ক
দুর্গাকে নিয়ে আপত্তিকর মন্তব্য। প্রতিবাদ তৃণমূল-বিজেপির। গ্রেফতারির দাবি কুড়মি নেতা অজিত মাহাতোকে

অভিযোগ, কুড়মি নেতা অজিতপ্রসাদ মাহাতো দেবী দুর্গাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরেই কুড়মি নেতা অজিতপ্রসাদ মাহাতোকে গ্রেফতারের দাবিতে পুরুলিয়ার একাধিক থানায় দায়ের হল এফআইআর।

এই ঘটনার প্রসঙ্গে পুরুলিয়া জেলার তৃণমূল এবং বিজেপির শীর্ষ নেতারা একই সুরে কথা বলছেন। তাঁরা জানিয়েছেন, কুড়মি সমাজের প্রতি সম্মান অটুট থাকলেও অজিতপ্রসাদ দেবী দুর্গাকে নিয়ে যে কুমন্তব্য করেছেন তা অপরাধ। তাই তাঁকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তাঁরা।

অজিতের মন্তব্যের প্রতিবাদ করেছেন পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের রাজ্য সম্পাদক শুভেন্দু মাহাতো। তিনি জানিয়েছেন, কুড়মিদের আন্দোলন নিজেদের অধিকার আদায়ের জন্য। তা অন্য ধর্ম-জাতি-বর্ণের বিরুদ্ধে নয়। তাই অজিতের বক্তব্যের দায়ভার সমগ্র কুড়মি সমাজ বহন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

খবরে প্রকাশ, সম্প্রতি কুড়মি সমাজের একটি অনুষ্ঠানে পুরুলিয়ার জনজাতি সম্প্রদায়ের নেতা অজিতপ্রসাদ মাহাতো হিন্দু ধর্মের দেবী দুর্গাকে নিয়ে এমন কিছু বিতর্কিত মন্তব্য করেন, যা আপত্তিকর। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হতেই তীব্র ক্ষোভে ফুঁসতে শুরু করে সেখানকার জনসাধারণ। পুরুলিয়ার সাধারণ মানুষ এবং দুর্গোৎসব কমিটিগুলো কুড়মি সম্প্রদায়ের নেতার এই মন্তব্যে ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছেন। গত শনিবার এই ঘটনার জেরে পুরুলিয়া জেলা জুড়ে একাধিক থানার সামনে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সামাজিক সংগঠন। জেলা পুলিশ কার্যালয়ের সামনেও বিক্ষোভ দেখানো হয়। এমনকী, রাবণ দহন কমিটি ঘটনার প্রতিবাদে পথে নামে। এদিকে অজিত-পন্থী কুড়মি সংগঠন আবার তার পাল্টা মিছিল বের করে।

দেবী দূর্গাকে নিয়ে কুমন্তব্যের জেরে মিছিল-পাল্টা মিছিলের ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। পরশুরাম সেনা নামে একটি সংগঠন শনিবারই অজিত মাহাতোর গ্রেফতারির দাবিতে পুরুলিয়া সদর থানায় এফ আই আর দায়ের করেছিল। এমনকী, জেলার তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি নেতৃত্বের তরফেও  অজিত মাহাতোর গ্রেফতারির দাবি করে।

রবিবার অজিতের সমর্থনের কুড়মি সমাজের মিছিল বের করা নিয়ে পুলিশের সঙ্গে নতুন করে ঝামেলা শুরু হয়। কুড়মিদের অভিযোগ, অজিত মাহাতোর বিরুদ্ধে যারা কুকথা বলছে, তাদের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু পুলিশ সেই মিছিল আটকে দেয়। অকারণে তাঁদের উপর লাঠিচার্জ করে এমনকী কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে পুলিশ যদিও মিছিল থেকে তাদের উপর ইট-পাথর ছোড়া হয়েছে বলে পাল্টা অভিযোগ  জানিয়েছিল। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন অজিতপ্রসাদ মাহাতো। তিনি জানিয়েছেন, তাঁদের সংগঠনের ১৭ জন কর্মীকে বিনা অপরাধে পুলিশ গ্রেফতার করেছে। এর প্রতিবাদে সোমবার পুরুলিয়া জুড়ে বিক্ষোভ কর্মসূচিতে নামার ডাক দিয়েছেন অজিত মাহাতো।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!