Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৭, ২০২৩

যৌন হেনস্থায় ন্যায় বিচারের দাবিতে হনুমান মন্দির পর্যন্ত কুস্তিগীরদের মিছিল। নেতৃত্বে বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা

আরম্ভ ওয়েব ডেস্ক
যৌন হেনস্থায় ন্যায় বিচারের দাবিতে হনুমান মন্দির পর্যন্ত  কুস্তিগীরদের মিছিল। নেতৃত্বে  বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা

যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ সিং এখনও গ্রেফতার হননি ।তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়ে  এবার স্থানীয় হনুমান মন্দির পর্যন্ত  পদযাত্রা সামিল হলেন  তাঁরা । নেতৃত্ব দিলেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগট, সাক্ষী মালিকের মত অলিম্পিক পদক জয়ীরা।  বাদ যায়নি বাংলা সাহিব গুরুদ্বারা। সেখানে  গিয়ে প্রার্থনা করেন আন্দোলনকারীরা।

ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে অবশ্য  আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বখ্যাত ভারতীয় বক্সার মেরি কমের নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তার প্রতিবেদনও আদালতে জমা দেওয়া হয়েছে । তার ভিত্তিতে বিচার প্রক্রিয়া  শুরু হবে।  সভাপতি পদ থেকে বিজেপি সাংসদ  বরখাস্ত হওয়ায় আপাতত কুস্তি ফেডারেশনের যাবতীয় দায়িত্ব এখন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েসনের হাতে। এমতাবস্থায় মেরি কম নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে আন্দোলনকারী কুস্তিগিরদের পক্ষ থেকে আনা হল মারাত্মক অভিযোগ। তাঁদের দাবি অভিযুক্ত সভাপতির বিরুদ্ধেই রয়েছে তদন্ত কমিটির একাধিক সদস্য। এমতাবস্থায় সুবিচার পাওয়ার আশা বড়ো ক্ষীণ বলেই মনে করেন তাঁরা।

প্রশ্নের মুখে অলিম্পিক পদকজয়ী বক্সারের কমিটির তদন্ত। যন্তর মন্তরে যৌন হেনস্থার অভিযোগের ন্যায় বিচারের দাবিতে যারা লড়াই করছেন তাঁরা জানিয়েছেন, তদন্ত কমিটির অবস্থান পক্ষপাতমূলক। নাম প্রকাশে অনিচ্ছুক এক কুস্তিগীর জানিয়েছেন, কমিটির এক তদন্ত চলাকালে তাঁদের বলেছিলেন, ব্রিজ ভুষণ পিতৃতুল্য। তাঁর স্পর্শ পিতৃস্নেহের বহিঃপ্রকাশ। তাকে যৌন নিপীড়ন বলে মনে করা ভুল। সেই সঙ্গে তার দাবি, তাঁদের কাছে নিপীড়নের অডিয়ো ও ভিডিও প্রমাণ  চান কমিটি সদস্যরা। যা যথেষ্ট অসম্মানজনক।

তাঁদের আরো অভিযোগ, তাঁরা বার বার বলেছিলেন  ভিনেশ ফোগাট-সাক্ষী মালিকের সামনেই যেন তাঁদের বয়ান নেওয়া হয়। কিন্তু সেই অনুরোধকে গুরুত্ব দেওয়া হয়নি।এছাড়াও বয়ান দিতে যাওয়ার সময়ে ব্রিজ ভূষণ অনুগামীরা আন্দোলনকারীরা কুস্তিগীরদের ভয়  দেখিয়েছেন। ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে একাধিকবার।

আন্দোলনকারী কুস্তিগীরদের অভিযোগে মেরি কমের কমিটির কার্যপদ্ধতি নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে। কুস্তিগীররা অবশ্য জানিয়েছেন, তাঁরা  তাঁদের লড়াই চালিয়ে যাবেন। আগামী দিনে , যন্তর মন্তরের বাইরে আরো বৃহত্তর স্তরে তাঁদের লড়াইকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।দেশের  বিভিন্ন মানবাধিকার  সংগঠন মহিলা কুস্তিগীরদের সমর্থনে মিছিল করেছে। ভীম আর্মির নেতা চন্দ্রশেখর আজাদ তাঁদের লড়াইয়ে যোগ দিয়েছেন।  চিঠি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং নির্মলা সীতারমণ-সহ মোট ৪৩ জন বিজেপি নেত্রীকে। সমবেত প্রচেষ্টায় জয়  আসবেই বলে জানাচ্ছেন প্রতিবাদীরা।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!