- এই মুহূর্তে বি। দে । শ
- আগস্ট ৭, ২০২৪
হিংসার আগুনের গ্রাসে সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের বাড়ি
হিংসার গ্রাসে সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের বাড়ি । বাংলাদেশে সরকারি চাকরিতে সংরক্ষণ বিরোধী আন্দোলনে শুরু থেকেই সক্রিয়ভাবে পাশে ছিলেন রাহুল আনন্দ এবং তাঁর ব্যান্ড জলের গানের সদস্যরা । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে ঢীকীর রবীন্দ্র সরোবরে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ছাত্র হত্যার । এবার হাসিনা সরকারের পতনের পর, সোমবার দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন লাগিয়েছে । নষ্ট করা হয়েছে বাদ্যযন্ত্র । করা হয়েছে লুঠপাঠ ।
ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটিতেই থাকতেন রাহুল আনন্দ ও তাঁর পরিবার । এটা শুধু তাঁদের বাসভবন নয়, জলের গান তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘এই বাড়িটি শুধু রাহুল আনন্দের বসত বাড়ি ছিল না; ছিল পুরো দলটির স্বপ্নধাম, আনন্দপুর । যেখানে তৈরি হয়েছে কত গান, কত সু্র, আর দাদার ভাবনাপ্রসূত শত শত বাদ্যযন্ত্র ।’ রাহুলের বাসভবনে বসে রেকর্ড করা শেষ গানটিও দলের তরফে পোস্ট করা হয়েছে । জানিয়েছে, বাংলাদেশের উত্তাল সময়েও তাঁরা একাত্ম ছিলেন গানে গানে ।
জলের গানের অফিশিয়াল স্টুডিও হিসেবেও ব্যবহৃত হত বাড়িটি । আগুনে বাদ্যযন্ত্র, গানের নথিপত্রের পাশাপাশি আসবাবপত্রও সব পুড়ে ছাই হয়ে গেছে । ১৩ বছরের পুত্র এবং স্ত্রীকে নিয়ে কোনমতে প্রাণে বেঁচেছেন রাহুল আনন্দ ।
This is what Islamists in Bangladesh have done to famous singer Rahul Ananda’s house. His collection of irreplaceable 3,000 insturments burnt to ashes. Tell me again, Hindus safe there? Really?
Video source: Joler Gaan/Instagram.#AllEyesOnBangladeshiHindus #Bangladesh… pic.twitter.com/k0rnVeXHFd
— Anurag (@LekhakAnurag) August 7, 2024
বাংলাদেশের এই অরাজকতা, হত্যালীলার মাঝেই ‘জলের গান’-এর বক্তব্য, ‘এই বাদ্যযন্ত্র, গান বা সাজানো সংসার হয়তো আমরা দীর্ঘ সময় নিয়ে আবার গড়ে নিতে পারবো । কিন্তু, এই ক্রোধ আর প্রতিহিংসার আগুনকে নেভাবো কিভাবে ! কেন আমরা ভালবাসা আর প্রেম দিয়ে সবকিছু জয় করে নিতে পারি না ? যেই স্বাধীনতার স্বপ্ন দেখি, সেই স্বাধীনতার রক্ষায় যদি একইভাবে এগিয়ে আসতে ব্যর্থ হই, তাহলে চরম নিরাশা । ধ্বংসলীলার পর রাহুল আনন্দ সংবাদ মাধ্যমে বলেছেন, ‘ আমি তো মানুষের জন্যই গান করি । তবুও তারা আমার সব বাদ্যযন্ত্রগুলো পুড়িয়ে দিল ।’
এই হামলার প্রতিবাদে বুধবার বিকেলে, ঢাকার জাতীয় নাট্যশালার সামনে বিক্ষোভ করবেন বাংলাদেশের সংস্কৃতিকর্মীরা ।
❤ Support Us