Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ১০, ২০২২

আগামী বছরের শেষে ভারত সফরে আসতে পারেন পুতিন, ইঙ্গিত রুশ প্রতিনিধির

আরম্ভ ওয়েব ডেস্ক
আগামী বছরের শেষে ভারত সফরে আসতে পারেন পুতিন, ইঙ্গিত রুশ প্রতিনিধির

সব কিছু ঠিক থাকলে আগামী বছরই দিল্লীতে অনুষ্ঠিত জি ২০ সম্মেলনে পা রাখতে চলেছেন রুশ রাষ্ট্রপতি পুতিন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেদেশের রাষ্ট্রীয় প্রতিনিধি রুশ স্বেতলানা এমন সম্ভাবনার কথাই জানালেন।

প্রসঙ্গত, এ বছর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি ২০ সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রন জানান হয়েছিল।এড়িয়ে যান পুতিন। রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে, ওই সম্মেলনে উপস্থিত রাষ্ট্রপ্রধানদের অপ্রীতিকর প্ৰশ্ন এড়াতেই কী বালিতে যাননি পুতিন। না পেছনে ছিল অন্য কোন কারণ ? সেটা স্পষ্ট করেননি রুশ রাষ্ট্রপতি।

শুক্রবার উদয়পুরে জি২০ শেরপা সম্মেলনে  রাষ্ট্রীয় প্রতিনিধিদের এক আলোচনা সভায় রুশ প্রতিনিধি লুকাশ স্বেতলানা বলেছেন, জি ২০ সম্মেলন উপলক্ষে রুশ রাষ্ট্রপতির ভারত সফর এখন পর্যন্ত নিশ্চিত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পুতিন নিজেই। তিনি আরও বলেন যে তাঁর দেশ আসন্ন জি ২০ সম্মেলনে অংশগ্রহণে উৎসাহি। 

গত মাসে  ইন্দোনেশিয়ার বালিতে শেষ জি ২০ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এবছর ডিসেম্বর থেকে ভারত এই সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে। আগামী বছর ৯ – ১০ ই ডিসেম্বর  নয়াদিল্লির প্রগতি ময়দানে জি ২০ সম্মেলন শুরু হতে চলেছে। যোগ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সহ ১৯ টি দেশ।সেই সম্মেলনে রাশিয়ার উপস্থিতি, অন্যান্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কে কোনও প্রভাব ফেলবে কিনা, সেই নিয়েই জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলে।  


❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!