Advertisement
  • এই মুহূর্তে
  • আগস্ট ১৭, ২০২২

ঘুর্নাবতের শক্তি বাড়ছে । ভাদ্রমাসের শুরুতেই বৃষ্টিতে ভাসবে বাংলা ।

ঘূর্নবতের শক্তি বাড়ছে । বৃহস্পতিবার থেকে বাংলার একাধিক জেলায় তুমূল বৃষ্টিপাত হতে পারে । সতর্ক করেছে আবহাওয়া দফতর । বুধবার আকাশ মেঘলা

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘুর্নাবতের শক্তি বাড়ছে । ভাদ্রমাসের শুরুতেই বৃষ্টিতে ভাসবে বাংলা ।

চিত্র সংগৃহিত

ঘূর্নাবতের শক্তি বাড়ছে । বৃহস্পতিবার থেকে বাংলার একাধিক জেলায় তুমূল বৃষ্টিপাত হতে পারে । সতর্ক করেছে আবহাওয়া দফতর । বুধবার আকাশ মেঘলা । কখনও রোদ, কখনও রোদের উপর নেমে আসছে দূর মেঘের ছায়া । লক্ষণ ভালো নয় । ফিনফিনে বৃষ্টি নামতে পারে, বিকেলের দিকে ।

আবহাওয়ার পূর্বাভাশে বলা হয়েছে, বৃহস্পতিবার দুই ২৪ পরগনা আর দুই মেদিনীপুর জেলার প্রবল বৃষ্টি হতে পারে । শুক্রবারও ওই জেলা ছাড়া দক্ষিণ বাংলার নান প্রান্তে বৃষ্টির সম্ভাবনা বিস্তর । ঘূর্নবতের শক্তি বাড়ছে । এরকম অবস্থা অব্যাহত থাকলে নিম্নচাপ তৈরি হবে । বাড়বে ভাদ্র মাসের বৃষ্টি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!