Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১, ২০২৪

কুস্তি বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুল গান্ধীর, পরোক্ষে বললেন নিষ্ঠুর

আরম্ভ ওয়েব ডেস্ক
কুস্তি বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুল গান্ধীর, পরোক্ষে বললেন নিষ্ঠুর

২০২৩ সালের শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে ভারতীয় কুস্তি। বছরের শেষ দিনেও সেই বিতর্কের রেশ কাটল না। কদিন আগেই কুস্তিগিরদের পাশে দাঁড়ানোর জন্য হরিয়ানার আখড়ায় গিয়ে বজরং পুনিয়াদের সঙ্গে দেখা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার কুস্তিগিরদের রাষ্ট্রীয় পুরস্কার ফেরানো নিয়ে সরব তিনি। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। পরোক্ষে তিনি প্রধানমন্ত্রীকে নিষ্ঠুর বলে অভিহিত করেছেন। ভারতীয় মেয়েদের কাছে পুরস্কারের চেয়ে আত্মসম্মান অনেক বড় বলে মনে করছেন রাহুল।

ব্রিজভূষণ শরণ সিং ঘনিষ্ট সঞ্জয় সিং ভারতীয় কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি হওয়ার পর থেকে আবার আসরে নেমেছেন কুস্তিগিররা। প্রতিবাদ জানিয়ে আগেই রাষ্ট্রীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বীরেন্দর সিংরা। শনিবার অর্জুন পুরস্কার ও খেলরত্ন সম্মান ফিরিয়ে দিয়েছেন আর এক কুস্তিগির ভিনেশ ফোগাট। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যাওয়ার সময় রাস্তায় আটকে দেয় পুলিশ। রাস্তাতেই পদক রেখে চলে আসেন ভিনেশ। এই নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী। নিশানা করেছেন প্রধানমন্ত্রীকে।

রবিবার ‘এক্স’‌ হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, ‘এক স্বঘোষিত বাহুবলী শুধুমাত্র রাজনীতির জন্য দেশের সাহসী মেয়েদের চোখের জলকেও গুরুত্ব দিচ্ছেন না। দেশের বাহাদুর বেটিদের চোখের জলের থেকেও কি দামি এক বাহুবলীর উপযোগিতা?‌ প্রধানমন্ত্রী দেশের অভিভাবক। অথচ তিনি এই সংবেদনশীল বিষয়টির সাক্ষী থাকছেন। কুস্তিগিরদের যন্ত্রণা দেখেও মুখ বুঝে রয়েছেন। তাঁর এই নিষ্ঠুরতা খুবই পীড়াদায়ক। দেশের বেটিদের কাছে এই পদকের আগে তাদের কাছে বড় আত্মসম্মান।’‌

বেশ কিছুদিন ধরেই কুস্তি বিতর্ক নিয়ে ভিনেশ ফোগাটদের পাশে দাঁড়াচ্ছেন কংগ্রেস নেতারা। প্রিয়াঙ্কা গান্ধী সাক্ষী মালিকের সঙ্গে দেখা করেছিলেন। কয়েকদিন আগে রাহুল গান্ধী সাতসকালে হরিয়ানায় কুস্তিগিরদের আখড়াতে হাজির হয়েছিলেন। সেখানে বজরং পুনিয়াসহ বেশ কয়েকজন কুস্তিগিরের সঙ্গে দেখা করেন। বজরংয়ের সঙ্গে কুস্তিও লড়েছিলেন। এবার কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন।

এদিকে, বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বাড়ি থেকে সরানো হয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনের কার্যালয়। অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের নির্দেশে নির্বাসিত করা হয়েছে কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত কমিটিকে। তাঁর অনুরোধে কুস্তি ফেডারেশনের কাজকর্ম দেখাশোনার জন্য তিন সদস্যের অস্থায়ী কমিটি গঠন করেছে ভারতীয় অলিম্পিক সংস্থা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!