- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৬, ২০২৩
সংসদ কান্ডে বেকারত্বই মূল কারণ, ফল মোদির ভ্রান্ত নীতির, বললেন রাহুল গান্ধি
সংসদের নিরাপত্তাজনিত ত্রুটির জন্য ঘুরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতিকেই দুষলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। কংগ্রেসের প্রাক্তন সভাপতির দাবি, সংসদে যে নিরাপত্তার গাফিলতি হয়েছে, তার জন্য দায়ী বেকারত্ব। আর এই বেকার সমস্যা তৈরিই হয়েছে নরেন্দ্র মোদির ভ্রান্ত নীতির জন্য।
সংসদে স্মোক বম্ব হানার চক্রীরা শুরু থেকেই দাবি করে আসছেন, তাঁরা জঙ্গি নন, বেকার। বিশেষ বার্তা দিতেই সংসদে হানার পথ তাঁরা বেছে নিয়েছেন। কোনও নাশকতা ঘটানোর ছক থাকলে তাঁরা আপাত নিরীহ স্মোক ক্যান নিয়ে সংসদে ঢুকতেন না। আসলে এই সংসদ হামলার চক্রীরা সকলেই ভগৎ সিং ফ্যান ক্লাবের সদস্য। সম্ভবত সেকারণেই ভগৎ সিংয়ের অনুকরণে সরকার এবং সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন তাঁরা, এমনটাই মনে করছেন তদন্তকারীরা।
রাহুল গান্ধির মুখেও এবার সেই সুরই ধ্বনিত হল। কংগ্রেস নেতা বলেছেন,”সত্যিই সংসদের নিরাপত্তার গাফিলতি হয়েছে। কিন্তু প্রশ্নটা হল, কেন এই হামলা হল? আসল সমস্যা হল বেকারত্ব। সেটার জন্য দায়ী মোদিজির নীতি। ভারতের যুবসমাজ কাজ পাচ্ছে না।” কংগ্রেস সাংসদের সোজা কথা, মোদির ভ্রান্ত নীতির জন্যই দেশে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি বাড়ছে। আর পরোক্ষে সেই কারণই সংসদে গ্যাস হামলার জন্য দায়ী।
তবে একা রাহুল নন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে এ নিয়ে কাঠগড়ায় তুলছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী শাহ ভয়ে সংসদমুখো হচ্ছেন না। যতদিন না তাঁরা এ নিয়ে বিবৃতি দিচ্ছেন ততোদিন আন্দোলন চলবে।
❤ Support Us