Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৫, ২০২৩

উত্তমকুমার নয়, রেবন্তেই ভরসা! খড়্গেকে টপকে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিলেন রাহুল

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তমকুমার নয়, রেবন্তেই ভরসা! খড়্গেকে টপকে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিলেন রাহুল

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে কংগ্রেসের অন্দরে জল্পনা, তার মধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে টপকে রাহুল গান্ধি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিলেন। মঙ্গলবার দুপুরে আচমকাই রাহুল গান্ধি জানিয়ে দেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হচ্ছেন তেলঙ্গানা প্রদেশ কংগ্রেসের সভাপতি রেবন্ত রেড্ডিই।

প্রাথমিক ভাবে, ভোটের ফল প্রকাশ হতেই কংগ্রেসের তরফে সোমবার জানানো হয়েছিল দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন। কিন্তু ঘটনাচক্রে দক্ষিণ ভারতের ওই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম খাড়গে নয় জানালেন রাহুল।

মঙ্গলবার রাজধানীতে মল্লিকার্জুন খাড়গে এবং এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালের সঙ্গে বৈঠকের পর রাহুল জানান, তেলঙ্গানা প্রদেশ কংগ্রেসের সভাপতি রেবন্ত রেড্ডিই সেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। রাহুল বলেন, “দলের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।”

যদিও সোমবার হায়দরাবাদের একটি হোটেলে নবনির্বাচিত কংগ্রেস বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচনের দায়িত্ব কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে দেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল।

তেলঙ্গানার কংগ্রেস বিধায়কদের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা তথা কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ওই বৈঠকে হাজির ছিলেন। তিনি পরিষদীয় দলের ওই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে সব কিছুর পরেও শেষ পর্যন্ত সভাপতি খাড়গে সেই সুযোগই পেলেন না, পরিষদীয় দলের বৈঠকের আগেই তেলঙ্গানার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিলেন রাহুল গান্ধি।

তেলেঙ্গানা বিধানসভায় ১১৯টি আসনের মধ্যে এ বার ৬৪টিতে আসনে জিতেছে কংগ্রেস। সহযোগী সিপিআইয়ের ঝুলিতে গিয়েছে একটি। বিদায়ী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর দল ভারত রাষ্ট্র সমিতি ৩৯টি আসনে জিতেছে। বিজেপি জিতেছে ৮টি আসনে এবং হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম সাতটি আসনে জিতেছে। মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত এগিয়ে রয়েছে বলে প্রথম থেকেই কংগ্রেসের অন্দরে জল্পনা চলছিল। নবনির্বাচিত বিধায়কদের মধ্যেও তাঁরই পাল্লা ভারী ছিল।

এ বারের বিধানসভা ভোটে কোডনগল আসনে জিতেছেন মালকাজগিরির সাংসদ রেবন্ত। তবে কামারেড্ডি কেন্দ্রে তৃতীয় স্থান পেয়েছেন তিনি। সেখানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। দ্বিতীয় হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী কেসিআর।

রেবন্ত ছাড়াও মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তমকুমার রেড্ডি এবং বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা তথা প্রভাবশালী দলিত নেতা ভাট্টি বিক্রমাঙ্ক মাল্লুর নাম নিয়ে জল্পনা চলছিল। নলগোন্ডার সাংসদ উত্তম এ বারের বিধানসভা ভোটে তাঁর পুরনো আসন হুজুরনগর থেকে জিতেছেন। বিক্রমাঙ্ক জিতেছেন মাধিরা কেন্দ্র থেকে। তবে খাড়গেকে টপকে পরিষদীয় বৈঠকের আগে রাহুল গান্ধির এ ভাবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা কংগ্রেসের অন্দরের অস্বস্তি বাড়িয়েছে।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!