Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ২৫, ২০২৩

“আমাদের সরকার কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের সরকার, আদানির সরকার নয়” : ছত্তিশগড়ের সভা থেকে বললেন রাহুল গান্ধি

আরম্ভ ওয়েব ডেস্ক
“আমাদের সরকার কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের সরকার, আদানির সরকার নয়” : ছত্তিশগড়ের সভা থেকে বললেন রাহুল গান্ধি

ছত্তিশগড়ের বিলাসপুরের জনসভা থেকে সোমবার রাহুল গান্ধি কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে ফের আদানির সরকার বলে সমালোচনা করলেন। বললেন, “আমাদের যেখানে সরকার আছে সেখানে আমরা প্রকাশ্যে রিমোট কন্ট্রোলের সুইচ চেপে মানুষের কাছে সুবিধা পৌঁছে দিই। আর মোদির সরকার গোপনে রিমোটের সুইচ চেপে সুবিধা প্রদান করে, তাই মোদির সরকার রিমোটের সুইচ চাপলে বন, জঙ্গল সব কিছু আদানির হয়ে যায়।”
এদিন রাহুল গান্ধি বলেন, “গ্রামীণ আবাস যোজনায় ১/২ মিনিটে টাকা পাওয়া যায় আমাদের শাসিত রাজ্যে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ছত্তিশগড় সরকারকে কেন্দ্রীয় সরকার দেয় না।” ছত্তিশগড়ের বিলাশপুরে জনসভা করে এই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। তিনি বলেন, “এই রাজ্যে আমরা ক্ষমতায় এলে প্রতিশ্রুতি পূরণ করব বলেছিলাম, সেটা করেছি। যে কিষানের জমি নেই তাদের সাড়ে ৭ হাজার টাকা মাসে দিয়েছি। স্বাস্থ্যে ৫ লক্ষ টাকা করে দিয়েছি, ৭০ লক্ষ মানুষের তাতে উপকার হয়েছে। স্কুল খুলেছি। নরেন্দ্র মোদি বলছেন কংগ্রেস কোনও প্রতিশ্রুতি পূরণ করেনি। আসলে নরেন্দ্র মোদি লুকিয়ে রিমোট কন্ট্রোল-এর সুইচ চাপে, আমরা প্রকাশ্যে চাপি। লুকিয়ে রিমোট চেপে আদানির কাছে সব বন, জমি, ব্যবসা চলে যায়, বেসরকারি হয়ে যায় স্কুলগুলি। এই নিয়ে আমি মোদিজিকে সংসদে জিজ্ঞাসা করেছি, আদানির সঙ্গে আপনার কী সম্পর্ক? আদানির বিমানে আপনি যান, সম্পর্ক কী আপনার আদানির সঙ্গে? আমার প্রশ্নের জবাবে মোদিজি আমার লোকসভার সদস্য পদ কেড়ে নিয়েছিলেন।”

রাহুল এদিন বলেন, “আপনারা শুনে থাকবেন নরেন্দ্র মোদি যেখানে যাচ্ছেন সেখানেই ওবিসি-র কথা বলেন। আমরা জাতির ভিত্তিতে জনগণনা চাইছি। নরেন্দ্র মোদি এই জনগণনার নথি প্রকাশ্যে আনতে চান না। সংসদে আমরা জাতের ভিত্তিতে জনগণনার কথা বলা মাত্র ক্যামেরা সরে যায়। আসলে হিন্দুস্তানের সরকার সাংসদরা চালান না। ৯০জন সচিব সরকার চালাচ্ছেন। তাঁরাই ঠিক করেন কাদের কাছে, কোন তহবিলে টাকা খরচ হবে। এই ৯০ জন সচিবের মধ্যে মাত্র ৩ জন ওবিসি, তাঁরা দেশের ৫ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করেন। ভারতে কি ৫ শতাংশ ওবিসি? আপনারা জানেন কারোর শরীরে আঘাত লাগলে সে হাসপাতালে গেলে প্রথমেই তার এক্সরে করে চিকিৎসকরা। জাতের ভিত্তিতে জনগণনা হচ্ছে সেই এক্সরে। আমি নরেন্দ্র মোদির কাছে প্রশ্ন করছি, আপনি জাতের ভিত্তিতে জনগণনায় ভয় পাচ্ছেন কেন? কোনও  উত্তর নেই। আমি বলি নরেন্দ্র মোদির সরকার জাতের ভিত্তিতে জনগণনা যদি না করে তাহলে আমাদের সরকার এলে জাতের ভিত্তিতে জনগণনা হবে। আমি বলতে চাই, কংগ্রেস রাজস্থান, হিমাচল, ছত্তিসগড়, কর্ণাটকে আমরা জনতার সরকার চালাচ্ছি। আমরা সব রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছি। আমাদের সরকার কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের জন্য, নরেন্দ্র মোদির সরকার আদানির সরকার।”
এদিনের সভার আগে আবাস যোজনার সুবিধা বন্টন, দিব্যাঙ্গদের তিন চাকার সাইকেল বন্টন করা হয় ছত্তিশগড়ের সরকারের মাধ্যমে।
অনুষ্ঠানে স্লোগান ওঠে, রাহুল গান্ধি আপনি এগিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!