- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৫, ২০২৩
পওয়ারের ভবিষ্যৎবাণী, “গ্রহণযোগ্যতা বাড়ছে, রাহুলই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন”

এনসিপি নেতা শরদ পওয়ার ভবিষ্যৎবাণী করলেন। বললেন, রাহুল গান্ধির গ্রহণযোগ্যতা ক্রমশ বাড়ছে, ভবিষ্যতে দেশকে তিনিই নেতৃত্ব দেবেন। ঠিক এই ভাষাতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে দরাজ সার্টিফিকেট দিলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। ক্ষমতায় এলে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবেন কে? এই প্রশ্নের উত্তরেই তাৎপর্যপূর্ণ এই মন্তব্য করলেন এনসিপি প্রধান। পাশাপাশি তিনি তাঁর বক্তব্যে টেনে আনলেন ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গও।
আপ সাংসদ সঞ্জয় সিং আবগারি দুর্নীতির মামলায় বুধবার গ্রেপ্তার হয়েছেন। বুধবার এই বিষয়ে সংবাদমাধ্যমকে জাতীয় রজনীতির এই বর্ষীয়ান নেতা বলেন, “সঞ্জয় সিংয়ের গ্রেপ্তারি বিরোধী ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করবে।” আপ নেতার গ্রেপ্তারিতে গেরুয়া শিবিরের নিন্দাও করেন পওয়ার। এর পরই ইন্ডিয়া জোটের নেতৃত্ব প্রসঙ্গে পওয়ারের স্পষ্ট মন্তব্য, “ভারত জোড়ো যাত্রার পর রাহুল গান্ধিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করছেন সকলে। একদিন উনিই দেশকে নেতৃত্ব দেবেন।”
এই মুহূর্তে জতীয় রাজনীতির অন্যতম অভিজ্ঞ ও প্রবীন রাজনীতিবিদের দাবি, “উত্তরপ্রদেশে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরছে। হরিয়ানাতেও ভাল ফল করবে কংগ্রেস। সেখানে তারা সরকার গঠন করলেও অবাক হব না।” উত্তরপ্রদেশে উপনির্বাচনে গেরুয়া শিবিরের হারের কথাও উল্লেখ করেন পওয়ার। পাশাপাশি শরদের দাবি, তাঁর নেতৃত্বে এনসিপি মহা বিকাশ আঘাড়ি জোট, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ও কংগ্রেস পরের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রের সরকার গঠন করবে।” এদিন তাঁর ভাইপো অজিত পওয়ার এবং অজিত অনুগামীদের কঠাক্ষ করেন বর্ষীয়ান এই রাজনীতিক। তিনি বলেন, “যে সব নেতা এনসিপি ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তাঁদের উদ্দেশ্য ছিল নিজেদের অপরাধ আড়াল করা।”
ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে শরদ পওয়ারও বিজেপিকে সেই ওয়াশিং মেশিনই বললেন।
❤ Support Us