Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২৮, ২০২৩

ভারতের আকাশে বিমান দুর্ঘটনা, একই দিনে মধ্যপ্রদেশ ও রাজস্থানে ভেঙ্গে পড়ল তিনটি উড়োজাহাজ। মৃত ১ বিমান চালক

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতের আকাশে  বিমান দুর্ঘটনা, একই দিনে মধ্যপ্রদেশ ও রাজস্থানে ভেঙ্গে পড়ল তিনটি উড়োজাহাজ। মৃত ১ বিমান চালক

একই দিনে ভারতের আকাশে ঘটল তিনটি বিমান দুর্ঘটনা। মধ্যপ্রদেশের মোরেনায় দুটি ও রাজস্থানের ভরতপুরে বায়ুসেনার একটি বিমান ভেঙ্গে পড়েছে।

শুক্রবার সকালে মধ্যপ্রদেশের মোরেনাতে দুটি যুদ্ধ বিমান ভেঙ্গে পড়ে। জানা যাচ্ছে যে বায়ুসেনার প্রশিক্ষন চলাকালে ঘটে এই দুর্ঘটনা। সুখোই-৩০ বিমানটি গোয়ালিয়র থেকে যাত্রা শুরু করে।  বিপরীত দিকে আসা মিরাজ ২০০০ এর সঙ্গে সংঘাতের কারণে এটি মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার খবর পেয়েই হাজির হয় উদ্ধারকারী দল ও সামরিক কর্তারা। সুখোই ৩০ যুদ্ধ বিমানের ২ জন বিমান চালককে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত তাঁরা বিপদের বাইরে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অপরদিকে মিরাজ ২০০০এর বিমান চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পিছনে কারণ কি তাঁর অনুসন্ধান শুরু হয়েছে।
রাজস্থানের ভরতপুরে সকালে একটি চাটার্ড বিমান ভেঙ্গে পড়ে। প্রতিরক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে যে ধ্বংস হওয়া উড়ো জাহাজটি আগ্রা থেকে রওনা দিয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভেঙ্গে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। জেলাশাসক অলোক রঞ্জন সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন স্থানীয় পিঙ্গোরা রেলস্টেশনের কাছে সকালে বিমানটি ভেঙ্গে পড়ে। দুর্ঘটনার সংবাদ আসার কিছুক্ষণের মধ্যেই ঘটনা স্থলে আসেন পুলিশ আধিকারিক ও স্থানীয় প্রশাসনিক কর্তারা। 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!