Advertisement
  • এই মুহূর্তে
  • আগস্ট ১৬, ২০২২

লাইফ সাপোর্টে রাজু শ্রী বাস্তব। অবস্থার উন্নতি দেখা যাচ্ছে।

এইমসের কার্ডিওলজির বিভাগে ভর্তি রয়েছেন রাজু শ্রী বাস্তব। আরও ১০ লাগবে সুস্থ হতে।

আরম্ভ ওয়েব ডেস্ক
লাইফ সাপোর্টে রাজু শ্রী বাস্তব। অবস্থার উন্নতি দেখা যাচ্ছে।

চিত্র সংগৃহিত

জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রী বাস্তবের অবস্থার উন্নতি হচ্ছে। ৫ দিন ধরে এইমস-এর কার্ডিওলজি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। লাইফ সাপোর্টে রয়েছেন। উদ্বিগ্ন দেশ জুড়ে তাঁর অনুরাগীরা।

রাজুর সেক্রেটারি গর্বিত গর্বিত নারাঙ্গ বলেছেন, অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাঁর মস্তিষ্কের কিছু নার্ভে গন্ডগোল ধরা পড়েছে। চিকিৎসকরা বলেছেন রাজুর সুস্থ হতে অন্তত ১০দিন সময় লাগবে। এখনও ভেন্টিলেশনে রয়েছেন।

আচমকা হার্ট অ্যাটাক হয় জনপ্রিয় কৌতুক অভিনেতার। জিম করতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেডমিলের ওপর পড়ে যান। তড়িঘড়ি করে দিল্লির এইমসে ভর্তি করা হয়।


❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!