Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৭, ২০২৩

ডেরেক, দোলা, সুখেন্দুদের মেয়াদ শেষ, বাংলার ৬টি রাজ্যসভা আসনে ভোট ২৪ জুলাই, বিজ্ঞপ্তি দিয়ে জানাল জাতীয় নির্বাচন কমিশন

আরম্ভ ওয়েব ডেস্ক
ডেরেক, দোলা, সুখেন্দুদের মেয়াদ শেষ, বাংলার ৬টি রাজ্যসভা আসনে ভোট ২৪ জুলাই, বিজ্ঞপ্তি দিয়ে জানাল জাতীয় নির্বাচন কমিশন

আগামী ২৪ জুলাই বাংলার ৬টি রাজ্যসভা আসনে নির্বাচন। ওই দিনই সন্ধ্যায় নিয়মানুায়ী গণনা ও ফল প্রকাশ। ২৭ জুন, মঙ্গলবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন দু’টি আলাদা বিজ্ঞপ্তি এই বিষয়ে জারি করেছে।

নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, ছ’জন রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হওয়ার কারণে ওই আসনগুলিতে নির্বাচন হবে আগামী ২৪ জুলাই। পাশাপাশি তৃণমূলের টিকিটে নির্বাচিত লুইজিনহো ফেলেইরো তাঁর রাজ্যসভার সদস্য পদের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি ইস্তফা দেওয়ায় সপ্তম আসনটিতে উপনির্বাচন হবে ওই ২৪ জুলাই।

গত ২০১৭ সালের নির্বাচনে এই ছ’টি রাজ্যসভার আসনের মধ্যে পাঁচটিতে জিতেছিল তৃণমূল। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রী এবং মানস ভুইয়াঁ ওই পাঁচ আসনে জিতেছিলেন। পরে মানস ভুইয়াঁ ইস্তফা দেন। সেই আসনে জেতেন তৃণমূলের সুস্মিতা দেব। এ বার তাঁদের সবারই মেয়াদ শেষ হচ্ছে। ২০১৭ সালে রাজ্যসভার আসনে জয়ী কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যেরও মেয়াদ ওই একই সময়ে শেষ হচ্ছে ।

ছ’টি আসনের মধ্যে একেকটি আসনে জয়ের জন্য সরাসরি ৪২ জন বিধায়কের সমর্থনের প্রয়োজন। তাই পরিষদীয় রাজনীতির অংকের হিসাবে এবার তৃণমূল পাঁচটি এবং বিজেপি একটি রাজ্যসভার আসনে বাংলা থেকে জিততে পারবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওই ২৪ জুলাই গুজরাতের তিনটি এবং গোয়ার একটি রাজ্যসভা আসনেও ভোটগ্রহণ এবং গণনা হবে।

২০২১ সালে তৃণমূলের অর্পিতা ঘোষ ইস্তফা দেওয়ায় তাঁর আসনে উপনির্বাচনে জিতেছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেলেইরো। তিনি ইস্তফা দেওয়ায় ওই আসনে উপনির্বাচন হচ্ছে। ওই আসনে জয়ের জন্য প্রয়োজন ৪৯ জন বিধায়কের সমর্থন। ফলে গোয়ার শাসকদলের প্রার্থীর জয় ওই আসনে অংকের হিসাবেই এবার নিশ্চিত।

তবে বাংলার দ্বিতীয় আসনটিতে বিজেপি জয়ের আগ্রহ দেখাচ্ছে না, তাই এবার ওই আসনটিতে ভোট না হওয়ার সম্ভাবনা আপাতত বেশি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!