Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৩০, ২০২৩

এটাই জীবনের শেষ বিশ্বকাপ, জানিয়ে দিলেন অশ্বিন

আরম্ভ ওয়েব ডেস্ক
এটাই জীবনের শেষ বিশ্বকাপ, জানিয়ে দিলেন অশ্বিন

বিশ্বকাপের প্রাথমিক দলে ছিলেন না। ভাবনাতেও রাখেনি টিম ম্যানেজমেন্ট। অক্ষর প্যাটেলের চোটই বদলে দিয়েছে পরিস্থিতি। অযাচিতভাবে বিশ্বকাপ খেলার সুযোগ এসে গেছে রবিচন্দ্রন অশ্বিনের সামনে। আর এটাই যে তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে, জানিয়ে দিয়েছেন ভারতীয় দলের এই অভিজ্ঞ স্পিনার।
গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ছিল ভারতের। বৃষ্টির জন্য একবলও খেলা হয়নি। ম্যাচের আগে দীনেশ কার্তিককে সাক্ষাৎকার দিচ্ছিলেন অশ্বিন। কার্তিক অশ্বিনকে প্রশ্ন করেন, তিন মাস আগে তাঁকে যদি কেউ বিশ্বকাপ দলে থাকার কথা বলতেন, তাহলে বিশ্বাস করতেন কিনা। উত্তরে অশ্বিন বলেন, ‘আমি তাকে বলতাম মজা করছেন। জীবন অনেক চমকে ভরা। সত্যি কথা বলতে কী, বিশ্বকাপ দলে থাকার কথা কখনও ভাবিনি। পরিস্থিতির কারণেই দলে সুযোগ পেয়েছি। টিম ম্যানেজমেন্ট আমার প্রতি আস্থাশীল বলেই সুযোগ পেয়েছি।’‌
অশ্বিনের কাছে কার্তিক জানতে চান, এবার বিশ্বকাপে বোলিংয়ে নতুন কোনও চমক থাকবে কিনা। অশ্বিন বলেন, ‌‘‌দু–‌দিকে হল ঘোরানোই লক্ষ্য। এই ধরনের প্রতিযোগিতায় চাপ সামলানোও বড় ব্যাপার। তবে সব দিক দিয়ে ভাল জায়গায় আছি। চাপমুক্ত থেকে বিশ্বকাপ উপভোগ করতে চাই।’‌ নিজের শেষ বিশ্বকাপ প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে,‌ সেটা আগেই জানিয়েছি। প্রতিটা ম্যাচই উপভোগ করতে চাই।’
২০১৭ সালে অশ্বিন ৯টি একদিনের আন্তর্জাতিক খেলেছিলেন। একটা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বল করার সুযোগ হয়নি। ৮টি ম্যাচে ৮ উইকেট নেন। এরপর ২০২২ সালেল ২টি একদিনের ম্যাচ খেলার সুযোগ পান। চলতি বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ডাক পান। দুটি ম্যাচে চার উইকেট পান। সেরা বোলিং ৪১ রানে ৩ উইকেট। শেষ ম্যাচে অবশ্য খেলার সুযোগ হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!