- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৩, ২০২৩
উত্তরকাশীর সুড়ঙ্গ ধস : উদ্ধার অভিযান শেষ পর্যায়ে, মুক্তির অপেক্ষায় ৪১ জন শ্রমিক
উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে যে কোনও মুহূর্তে বার করে আনা হতে পারে সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে। উদ্ধার অভিযান এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের একজন সিনিয়র অফিসার। তাঁর আশাপ্রকাশ করে বলেছেন, বৃহস্পতিবার সকালের মধ্যে আটকা পড়া ৪১ জন শ্রমিকের কাছে তাঁরা পৌঁছবেন।
গত ১২ নভেম্বর থেকে শ্রমিকরা ওই সুড়ঙ্গে আটকে পড়েছেন। সিল্কিয়ারা থেকে বারকোট পর্যন্ত নির্মীয়মাণ সুড়ঙ্গটির পাশে ৬০ মিটার প্রসারিত জায়গা নিয়ে ধসের জন্য সুড়ঙ্গে ১২দিন ধরে আটকে আছেন ৪১ জন শ্রমিক। এদের মধ্যে ৩জন পশ্চিমবঙ্গের শ্রমিক রয়েছেন।
ওই সুড়ঙ্গের কাছে ৪০টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের একটি বিশেষ টিম প্রস্তুত রয়েছেন ওই একই জায়গায়।
এখন ধ্বংসাবশেষের ভেতর ড্রিলিং মেশিন চালিয়ে পাইপ পৌঁছে দেওয়ার কাজ চলছে। ধ্বংসাবশেষের মধ্যে একটি ধাতব বস্তুর আঘাতে ড্রিলিং মেশিনের কিছু ব্লেড ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী দেরাদুন থেকে বিশেষ মেশিন এনে ধ্বংসস্তূপ কেটে ধ্বংসস্তূপের মধ্যে থাকা ওই ধাতব বস্তুকে অপসারণের চেষ্টা করা হচ্ছে বলে উত্তরাখণ্ড রাজ্য সরকারের মুখপাত্র কীর্তি পানওয়ার জানিয়েছেন।
যে ড্রিলিং মেশিনটির ব্লেড ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ড্রিলিং মেশিনটি মেরামত করে দ্রুত ড্রিলিং পুনরায় শুরু করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। দুর্যোগ ব্যবস্থাপনার আধিকারিক দেবেন্দ্র পাটওয়াল এই কথা জানিয়েছেন।
গত ১২ নভেম্বর থেকে উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধার করার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের মতে, ৪১ জন শ্রমিককে সুড়ঙ্গ থেকে বের করে আনার শেষ পর্যায়ের কাজ পর্যবেক্ষণের জন্য মুখ্যমন্ত্রী নিজে উত্তরকাশীতে উপস্থিত রয়েছেন।
❤ Support Us