Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৫, ২০২৪

এবডেনকে সঙ্গে নিয়ে সেমিফাইনালে, ফ্রেঞ্চ ওপেন খেতাবের দিকে আরও একধাপ এগলো বোপান্না

আরম্ভ ওয়েব ডেস্ক
এবডেনকে সঙ্গে নিয়ে সেমিফাইনালে, ফ্রেঞ্চ ওপেন খেতাবের দিকে আরও একধাপ এগলো বোপান্না

চলতি বছরের শুরুতেই ম্যাথু এবডেনকে সঙ্গে নিয়ে পুরুষদের ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস তৈরি করেছিলেন রোহন বোপান্না। ৪৪ বছর বয়সে আরও একটা গ্র‌্যান্ডস্লাম জেতার দিকে এগিয়ে গেলেন এই বর্ষীয়ান ভারতীয় টেনিস তারকা। ম্যাথু এবডেনকে সঙ্গে করে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলে রোহন বোপান্না। এই ইন্দো–অস্ট্রেলিয়ান জুটি কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন স্যান্ডার গিলে এবং জোরান ভিলেগেনকে। খেলার ফল ৭–৬ (৭–৩), ৫–৭, ৬–১। ২ ঘন্টা ৪ মিনিটের লড়াইয়ে বোপান্না এবং এবডেন বাজিমাত করেন।

প্রথম সেটে দারুণ লড়াই হয়েছিল। টাইব্রেকারে প্রথম সেটের নিস্পত্তি হয়। স্নায়ুচাপ ধরে রেখে সেট জিতে নেন বোপান্নারা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় স্যান্ডার গিলে এবং জোরান ভিলেগেন জুটি। ৭–৫ ব্যবধানে জিতে সমতা ফেরায়। তৃতীয় তথা নির্ণায়ক সেটে স্যান্ডার গিলে এবং জোরান ভিলেগেন জুটিকে দাঁড়াতেই দেননি বোপান্নারা। ৬–১ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে যান। সেমিফাইনালে এই জুটি মুখোমুখি হবে ইতালির সিমোনে বোলেলি ও আন্দ্রেয়া ভাভাসোরির।

মায়ামি ওপেনে বোপান্না ও এবডেন জুটি হারিয়েছিল সিমোনে বোলেলি ও আন্দ্রেয়া ভাভাসোরি জুটিকে। কিন্তু ইতালিয়ান ওপেনে বোপান্নাদের হারিয়ে প্রতিশোধ নিয়েছিলেন বোলেলিরা। প্যারিস অলিম্পিকে বালাজির সঙ্গে জুটি বেঁধে খেলবেন বোপান্না। এই বছরের শুরুতে বিশ্বের সবচেয়ে বয়স্ক এক নম্বর ডাবলস খেলোয়ান হয়ে ইতিহাস গড়েছিলেন বোপান্না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!