- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২১, ২০২৩
সুদানে গৃহযুদ্ধে ৭২ ঘণ্টার বিরতি। আটক ভারতীয়দের ফিরিয়ে আনতে গুতেরেস সঙ্গে আলোচনায় জয়শঙ্কর

গৃহযুদ্ধ বিধ্বস্ত সুদানে খানিকটা স্বস্তি । দেশের আধা-সামরিক বাহিনী ৭২ ঘন্টার যুদ্ধ বিরতি ঘোষণা করেছে। শুক্রবার ইদ। সে উপলক্ষে তাঁদের এ সিদ্ধান্ত। বিবৃতি জারি করে তাঁরা জানিয়েছেন , মানবিকতার খাতিরে উপদ্রুত এলাকায় আটকে পড়া নাগরিকরা এলাকা ছেড়ে দ্রুত চলে যেতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। উৎসব উপলক্ষে যাতে তাঁরা নিজেদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন সে দিকেও তাঁরা লক্ষ্য রাখছেন।
বিপরীত দিকে জাতীয় সেনাবাহিনী যুদ্ধব্বিরতির ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। শুক্রবারও তাঁরা রাজধানী খার্তুমে হামলা চালিয়েছে। বহু মানুষ তাতে আহত হয়েছেন। হাজার হাজার মানুষ খার্টুম থেকে পালিয়ে সহায়-সম্বলহীন অবস্থায় চাদ সীমান্তের দিকে এগিয়ে চলেছেন। পারও করে ফেলেছেন অনেকে। তাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, গত সপ্তাহ থেকে শুরু হওয়া সেনার লড়াইয়ে এখনও পর্যন্ত ৩৫০ জন মানুষ মারা গিয়েছেন।
গৃহযুদ্ধ পরিস্থিতিতে বিপাকে বহু প্রবাসী ভারতীয় । তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দিল্লি। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে সুদানের সঙ্কট বিষয়ে কথা হয়েছে। আলোচনায় উঠে এসেছে যুদ্ধবিরতির প্রসঙ্গ। অরিন্দম জানিয়েছেন ভারতীয়দের ফেরাতে তাঁরা বদ্ধ পরিকর। তবে, সুদানে কতজন ভারতীয় কোথায় আটকে রয়েছেন এবং তাঁদের ফেরাতে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করতে চাইছে তা নিয়ে অবশ্য তিনি স্পষ্ট করে কিছু জানাননি। সংবাদ সংস্থার খবর, কর্নাটকের বহু বাসিন্দা আটকে রয়েছেন সুদানে। ভোটমুখী রাজ্যে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা নিয়ে রাজনৈতিক তরজায় লিপ্ত হয়েছেন কংগ্রেস ও বিজেপির নেতারা। কিন্তু সমাধান সূত্র কোন পথে তা নিয়ে নীরবতা ভাবিয়ে তুলছে দেশের জাগ্রত বিবেককে।
❤ Support Us