- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২৮, ২০২৩
জাপান সাগরে জাহাজ বিধ্বংসী রুশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ । উদ্বিগ্ন ফুমিয় প্রশাসন
চিত্র: সংবাদ সংস্থা
রাশিয়া এবার জাপান সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের সামরিক মহড়া চালালো । মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এই খবর জানিয়েছে। সূত্রের খবর, দুটি জলযান থেকে ছোঁড়া হয়েছে ওই ক্ষেপণাস্ত্রগুলি, যা ৬০ মাইল দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ক্ষেপণাস্ত্রগুলি পরীক্ষার জন্যে রাশিয়া নিজেদের যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করেছে বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা এএফপিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জাহাজ ধ্বংস করতে সক্ষম যে ক্ষেপণাস্ত্রগুলি ব্যবহার করা হয়েছে, তার নাম মসকিট। এই ক্ষেপণাস্ত্রগুলিকে এসএস-এন-২২ সানবার্ন হিসেবে চিহ্নিত করেছে ন্যাটো। এই ক্ষেপণাস্ত্রগুলি সুপারসনিক ক্ষেপণাস্ত্র বলেও জানা গিয়েছে।পরীক্ষিত ক্ষেপণাস্ত্রগুলি শব্দের চেয়ে তিনগুণ বেশি গতিসম্পন্ন। ক্ষেপণাস্ত্রগুলি ১৫৫ মাইলের মধ্যে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনীর তরফে রাশিয়ার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে এপর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। একইভাবে বিষয়টি নিয়ে এপর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি জাপান। যদিও জাপানের বিদেশমন্ত্রকের এক মুখপাত্র বলেছেন, জাপানের উপকূলবর্তী এলাকায় রাশিয়া যেভাবে সামরিক কার্যকলাপ বাড়িয়ে চলেছে, তাতে স্বভাবতই উদ্বিগ্ন জাপান। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, ২০২২ সালে জাপান সাগরে রাশিয়া সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এরপর চলতি বছরে ফের স্বদেশে তৈরি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া।
গত বছরের সেপ্টেম্বর থেকেই জাপান সাগর নিয়ে সামরিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এব্যাপারে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে জাপান। জাপানের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়, জাপান সাগরে চিন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া নিয়েও। তবে সেসবে আমল না দিয়েই রাশিয়া ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। প্রসঙ্গত, গত সপ্তাহেও জাপান সমুদ্রের ওপর দিয়ে ঘনঘন উড়েছে রাশিয়ার টিইউ-৯৫ বোমারু বিমান।
❤ Support Us