Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৯, ২০২৩

জি-২০ সামিটে যোগ দেবেন না রাশিয়ার রাষ্ট্রপতি, মোদিকে ফোন পুতিনের

আরম্ভ ওয়েব ডেস্ক
জি-২০ সামিটে যোগ দেবেন না রাশিয়ার রাষ্ট্রপতি, মোদিকে ফোন পুতিনের

আগামী সেপ্টেম্বরে জি-২০ সামিটে ভারতে আসতে পারছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ভারতের পাশেই তিনি রয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে এমনই বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নিজে জি-২০ সামিটে আসতে না পারলেও প্রতিনিধি পাঠাচ্ছেন বলে জানিয়েছেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সারজেই লাভরোভ জি-২০ সামিটে যোগ দিতে আসবেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনে কথোপকথনের বিষয়টি এদিন বিকালে প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়।

প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে ওই  বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ং সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে জি-২০ সামিটে প্রতিনিধি পাঠানোর কথা জানান। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে আয়োজিত সামিটে রাশিয়ার প্রতিনিধি হিসাবে বিদেশমন্ত্রী সারজেই লাভরোভ থাকবেন বলে প্রধানমন্ত্রীকে পুতিন জানিয়েছেন। এছাড়া তিনি ভারতে আসতে না পারলেও ফোনেই দ্বিপাক্ষিক একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ব্রিকস গ্রুপের বিস্তৃতি, মহাকাশ গবেষণায় সহায়তা থেকে আসন্ন জি-২০ সামিটের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়েও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়েছে বলে প্রধানমন্ত্রীর সচিবালয়ের ওই বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-২০ সামিটে সশরীরে না হলেও দূর থেকেই জি-২০ সামিট-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতকে সমর্থন জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন বলেও প্রধানমন্ত্রীর সচিবালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যদিও এর আগেই শোনা যাচ্ছিল, রুশ প্রেসিডেন্ট ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে আয়োজিত গ-২০ সামিটে আসছেন না, এই বার্তাটি এবার নিজেই ফোন করে নরেন্দ্র মোদিকে জানালেন পুতিন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!