- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২৫, ২০২৩
জি-২০ সম্মেলনে আসছেন না পুতিন, জানিয়ে দিল ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেপ্টেম্বরে ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার, ২৫ আগস্ট, এই খবর জানিয়েছে।
পেসকভ জানাচ্ছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান এর কারণে পুতিন ব্যক্তিগতভাবে জি-২০ সম্মেলনে যোগ দিতে পারবেন না। তিনি বলেন, রাশিয়ান নেতার অংশগ্রহণের বিষয়টি পরে নির্ধারণ করা হবে। ক্রেমলিনের মুখপাত্রের বক্তব্য উল্লেখ করে সরকারি সংস্থা তাস জানিয়েছে, না, প্রেসিডেন্টের এমন কোনও পরিকল্পনা নেই।
রাশিয়ার প্রেসিডেন্ট ২০১৯ সালে শেষবার জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনে ব্যক্তিগতভাবে যোগ দিয়েছিলেন। এছাড়াও ২০২০ সালে রিয়াদ,এবং ২০২১ সালে রোমে শীর্ষ সম্মেলনে পুতিন কার্যত উপস্থিত ছিলেন। তিনি ২০২২ সালের বালি শীর্ষ সম্মেলন ছিলেন না, তখন তিনি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের প্রতিনিধিত্ব করতে পাঠিয়ে ছিলেন।
পুতিন জোহানেসবার্গে প্রথম ব্যক্তিগত ব্রিকস সম্মেলন এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের জন্য মার্চ মাসে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। দক্ষিণ আফ্রিকা একটি আইসিসি স্বাক্ষরকারী দেশ এবং পুতিন সেই দেশে উপস্থিত থাকলে তাঁকে গ্রেপ্তারে সহায়তা করা হবে বলে আশা করা হয়েছিল।
অন্যদিকে, ভারত আইসিসির সদস্য দেশ নয় এবং এর মূল চুক্তি, ‘রোম সংবিধি’তে ভারত কখনোই স্বাক্ষর করেনি। ভারত অতীতে এমন ব্যক্তিদের আতিথেয়তা করেছে যাঁরা আইসিসির পদক্ষেপের মুখোমুখি হয়েছিল। ২০১৫ সালে, সুদানের তৎকালীন রাষ্ট্রপতি ওমর হাসান আল-বশিরের ভারত-আফ্রিকা শীর্ষ সম্মেলনের জন্য নয়াদিল্লি সফরের আগে, আইসিসি ভারতকে আফ্রিকান নেতাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে বলেছিল।
এদিকে, রাজধানী নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য ৮ সেপ্টেম্বর অনেক রাষ্ট্র প্রধান ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ অন্যান্য নেতারা দিল্লিতে জি-২০তে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
❤ Support Us