- এই মুহূর্তে দে । শ
- মে ১৪, ২০২৪
সলমানের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার আরও এক

বলিউড সুপারস্টার সলমান খানের বাসভবনের বাইরে গুলি চালানোর অভিযোগে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের আরও একজন সদস্যকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। সোমবার সন্ধেয়, মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ হরিয়ানার ফতেহাবাদের বাসিন্দা অভিযুক্ত হরপাল সিংকে তাঁর নিজের শহর থেকে গ্রেফতার করে। মঙ্গলবার ভোরে হরপালকে মুম্বইয়ে নিয়ে আসা হয়। আজ তাঁকে আদালতে তোলা হবে। সলমানের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনায় এটা ষষ্ঠ গ্রেফতার।
১৪ এপ্রিল মুম্বইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সলমান খানের বাসভবনের বাইরে দুই মোটরসাইকেল আরোহী গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ঘটনার তদন্তে নামে। চলতি মাসের শুরুতে বিষ্ণোই গ্যাং সদস্য মহম্মদ রফিক চৌধুরীকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে হরপাল সিংয়ের নাম উঠে আসে। হরপাল সিং রফিক চৌধুরীকে সলমান খানের বাসভবনের আশেপাশে তল্লাশি চালাতে বলেছিল এবং তাকে ২–৩ লাখ টাকাও দিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাটের আমেদাবাদের সবরমতি কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী। তার ছোট ভাই আনমোল বিষ্ণোই মার্কিন যুক্তরাষ্ট্র অথবা কানাডায় গা ঢাকা দিয়ে আছেন বলে পুলিশের অনুমান। গুলি চালানোর মামলায় দুজনেরই নাম রয়েছে৷ গ্রেফতার হওয়া আর এক অভিযুক্ত অনুজ থাপান চলতি মাসের শুরুতেই মুম্বইয়ে পুলিশ হেফাজতে আত্মহত্যা করেন।
❤ Support Us