Advertisement
  • দে । শ
  • মে ১২, ২০২৪

সন্দেশখালিতে বিজেপি সমর্থকদের হাতে নিগৃহিত তৃণমূল কর্মী

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালিতে বিজেপি সমর্থকদের হাতে নিগৃহিত তৃণমূল কর্মী

গঙ্গাধরের দ্বিতীয় ভিডিও প্রকাশ্যে আসতেই রবিবার বিজেপির মহিলারা সন্দেশখালি থানায় বিক্ষোভ দেখায়। সেখানে এক যুবক মোবাইলে ছবি তুলতে গেলে তাকে ঘিরে ধরে মারধোর করা হয় বলে অভিযোগ। ওই যুবক পাশেই তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে গিয়ে আশ্রয় নিলে সেখানে চড়াও হয় বিজেপির সমর্থকরা। বিধায়ক সুকুমার মাহাতো, দিলীপ মল্লিক প্রমুখ তখন খুলনা পঞ্চায়েতের কর্মীদের নিয়ে মিটিং করছিলেন। সেখানে ঢুকে পড়ে বিজেপির মহিলারা। নিগ্রহ করা হয় দিলোপবাবু সহ তৃণমূল কর্মীদের। বিজেপি নেতা বিকাশ সিং বলেন, তৃণমূল মিথ্যা ভিডিও নিয়ে সন্দেশখালি নির্যাতিতাদের অসম্মান করছে। বহিরাগতদের এনে ছবি তুলে সেটা বিকৃত করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এদিনও এক অপরিচিত যুবক মহিলাদের ছবি তুলতে গেলে মহিলারা বাধা দেন। তৃণমূল নেতা দিলীপ মালিক বলেন, বিজেপি নতুন করে অশান্তি পাকাতে চাইছে। নইলে থানায় বিক্ষোভ দেখতে এসে আমার বাড়ি ঢুকে হামলার কী মনে?
বিজেপি এখন সন্দেশখালি ইস্যুকে নতুন করে উসকে দিতে চাইছে। দলের ভেতর কর্মীদের ক্ষোভ প্রকাশ্যে চলে আসায় চরম অস্বস্তিতে বিজেপি। দলের অন্দরে দিন দিন অসন্তোষ তীব্র হচ্ছে। এই নিয়ে ৪টি ভিডিও প্রকাশ্যে এসেছে। সব কটি ভিডিও -তেই বিজেপির চক্রান্ত পরিষ্কার। তার মধ্যে সন্দেশ খালি ২ মণ্ডল সভাপতির দুটি ভিডিও মারাত্মক।  এদিন বিজেপি থানা ঘেরাও কর্মসূচি থেকে তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে হামলা তারই প্রচেষ্টা। মোবাইল ছবি তুলতে গিয়ে বিজেপি সমর্থকদের হতে নিগৃহীত হন তাতান গায়েন নামে এক তৃণমূল যুব কর্মী। তাকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। যেখানে পুলিশ জানাছে গত ২ মাস সন্দেশ খালিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেখানে আজ আবার নতুন করে অশান্তি তৈরি করছে বিজেপি।
ভোট পর্যন্ত মদ খাওয়াতে টাকা লাগবে, পিস্তল, গুলি চাই ভোটর জন্য, শনিবার বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের নতুন ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর সন্দেশখালিতে বিজেপির চক্রান্ত নয়া মোড় নিয়েছে। গঙ্গাধর কোড়াকাটি ও মনিপুরে  পিস্তল চেয়েছেন ভোটে। কেননা গত জানুয়ারি থেকে সন্দেশখালির আশান্তিতে কোড়াকাটি, মনিপুরের এলাকার মহিলাদের সায় ছিল না। তারা এই  আন্দোলনে শামিল হননি। ফলে এই দুই এলাকার ভোট করতে অস্ত্র দাবি করেছেন। সন্দেশখালি পঞ্চায়েতের জন্য অস্ত্র লাগবে না। (‌‘‌আরম্ভ’‌ ডিজিটাল ডেস্ক এই ভিডিওর সত্যতা যাচাই করেনি)‌। ভিডিওতে প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর সব তথ্য। এই ঘটনাকে তৃণমূল ও আই প্যাকের চক্রান্ত বলেছেন বিজেপির জেলা নেতারা। বিজেপি প্রার্থী রেখা পাত্র এদিন বসিরহাট উত্তরের খোলাপোতায় প্রচার করেন। সেখানে তিনি বলেন, ‘‌এসবই তৃণমূলের চক্রান্ত। সন্দেশখালির মহিলাদের বদনাম করে, শেখ শাজাহান, শিবু হাজরাদের পক্ষ নিয়েছে। ভোটে এর ফল পাবে তারা।’‌

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!