Advertisement
  • দে । শ
  • মে ১৪, ২০২২

প্রেসিডেন্সির মিউজিয়ামে ‘সত্যজিৎ গ্যালারি’ ।

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রেসিডেন্সির মিউজিয়ামে ‘সত্যজিৎ গ্যালারি’ ।

আলোকচিত্রী: তপন মুখার্জি।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে ‘সত্যজিৎ গ্যালারি-র’ যাত্রা শুরু। গ্যালারি উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। সত্যজিৎ প্রেসিডেন্সির প্রাক্তনী। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে জড়িয়ে আছে তাঁর কত স্মৃতি । কলেজ ম্যাগাজিনে তাঁর আঁকা প্রচ্ছদ, বহু স্রেচ আর নানারকমের লেখা সংরক্ষিত থাকবে গ্যালারিতে। সত্যজিৎ-এর সীমাবদ্ধ সিনেমার ৫০ বছর উপলক্ষে, শুক্রবার, সত্যজিৎ গ্যালারি উদ্বোধনী অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় মননশীল অভিনেতা বরুণ চন্দকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!