Advertisement
  • দিন-দুনিয়া বৈষয়িক
  • জুলাই ২৯, ২০২২

জোর জল্পনা, সৌদি লেনদেনে শুধু ডলার নয়, এবার চিনের ইউয়ান ও

রিয়াধের চিন প্রবণতা চাপ বাড়লো বাইডেনের

আরম্ভ ওয়েব ডেস্ক
জোর জল্পনা, সৌদি লেনদেনে শুধু ডলার নয়, এবার চিনের ইউয়ান ও

সৌদি চিন সম্পর্ক আরও গভীর হয়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে।নানান সূত্রে জানা গেছে, আরব বাজারের বাণিজ্যিক লেনদেনে ডলারের বদলে চিনের ইউয়ান ও চালু হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরের পর পর রিয়াধের চিন প্রবণতার খবরে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তা কয়েকগুণ বেড়ে যাবে ।

অর্থনীতির ওপর আঘাত পড়ার আশংকা প্রবল।তা ছাড়াও সৌদি পথে পা রাখতে আরো অনেক আরব রাষ্ট্র। চিন চুপচাপ উপসাগরীয দেশগুলিতে প্রবেশ করছে। ইরানের সঙ্গে তার বন্ধুত্ব সুপ্রতিষ্ঠিত। কুয়েত,সিরিয়া ,ইরাক ও সংযুক্ত আরব আমিরশাহি তার পণ্যের নাগালের বাইরে নয়।এসব দেশে বানিজ্যিক লেনদেনে চিনা মুদ্রা চালু হলে আমেরিকার পণ্য বাজার থমকে যেতে পারে।

সৌদি আরব কারিগরি ও অর্থনৈতিক নির্মাণে মার্কিন নির্ভরতা কমাতে চাইছে। তার চোখ এখন ইউরোপের ভিন্ন ভিন্ন দেশে।ভারত আর চিনেও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!