Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১২, ২০২৪

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেল সৌদি আরব

আরম্ভ ওয়েব ডেস্ক
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেল সৌদি আরব

সে দেশে বারবার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। যথেষ্ট রক্ষণশীলও। এইরকম দেশে বিশ্বকাপ আয়োজন করা উচিত নয়। অনেক মানবাধিকার সংস্থা আপত্তি জানিয়েছিল। সমস্ত আপত্তি উপেক্ষা করে সৌদি আরবকেই ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে ফিফা। বুধবারই ফিফা কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে সৌদি আরবকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
বুধবার ভার্চুয়াল বৈঠকে বসেছিল ফিফা। ২১১টি দেশের প্রতিনিধি এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। ইউরোপের কয়েকটা বেশ কয়েকটা দেশ অভিযোগ তুলেছিল, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বারবার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। সেখানে বিশ্বকাপের মতো প্রতিযোগিতা আয়োজন করা যাবে না। বৈঠকে অবশ্য এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। অনেকের মতে, সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন নারী স্বাধীনতা ও অধিকারকে অন্য মাত্রায় পৌঁছে দেবে। ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজক হিসেবে সৌদি আরবের নাম ঘোষণা করেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। ২০৩০ সালের বিশ্বকাপের ১০০ বছর পূর্তি। এই বিশ্বকাপ আয়োজনের যৌথ দায়িত্বে মরক্কো, পর্তুগাল ও স্পেন। যেহেতু বিশ্বকাপের ১০০ বছর পূর্তি। বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ১টি করে ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য সিঙ্গল বিড জমা পড়েছিল। সিঙ্গল বিড জমা পড়লেও ২০৩০ বিশ্বকাপ হবে মাল্টি নেশনে। এই ব্যাপারে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো বলেন, ‘‌আমরা ফুটবলকে আরও অনেক জায়গায় ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। যত বেশি দেশ অংশ নেবে তত সুযোগ বাড়বে।’‌
২০৩৪ সালে বিশ্বকাপ আয়োজনের জন্য একমাত্র বিড জমা দিয়েছিল সৌদি আরব। ফিফার সদস্যদের বলা হয়, পক্ষে ও বিপক্ষে ভোট দেওয়ার জন্য। অন্য কোনও দেশ দাবি জানায়নি। ইংল্যান্ড, জার্মানির মতো দেশগুলিও সৌদি আরবের পক্ষে ভোট দেয়। নরওয়ে ভোটদানে বিরত ছিল। ফিফার পক্ষ থেকে যখন নাম ঘোষণা করা হয়, সদস্যরা হাততালি দিয়ে সমর্থন জানান। তবে সৌদি আরবে বিশ্বকাপ আয়োজনকে ভাল চোখে দেখছে না মানবাধিকার সংস্থাগুলো। তাদের বক্তব্য, অধিবাসী, অভিবাসী কর্মী ও দর্শনার্থী সমর্থকদের জন্য সুপরিচিত ও গুরুতর ঝুঁকি থাকা সত্ত্বেও সৌদি আরবকে টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব প্রদানবিষয়ক ফিফার সিদ্ধান্তটি এক বড় বিপদের মুহূর্ত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!