- দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
- সেপ্টেম্বর ২৮, ২০২২
লর্ডসের ব্যালকনিতে জার্সি নয়, পতাকা ওড়ালেন সৌরভ গাঙ্গুলি

বুধবার থেকেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। সোমবার রাজপুরে একটা পুজোর উদ্বোধন করেছিলেন। মঙ্গলবার লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে আর একটা পুজোর উদ্বোধন করলেন সৌরভ। তবে এবার আর লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি খুলে ওড়াননি। জার্সির পরিবর্তে হাতে ছিল জাতীয় পতাকা।
লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে পুজোর উদ্বোধন? পাঠকদের কাছে একটু হেঁয়ালি মনে হতে পারে। সত্যিই তাই। তবে এই লর্ডসের ব্যালকনি আসল ব্যালকনি নয়। এটা লর্ডসের ব্যালকনির আদলে তৈরি গড়িয়া মিতালি সংঘের দুর্গাপুজোর মণ্ডপ। মঙ্গলবার সেই পুজোরই উদ্বোধন করেন সৌরভ গাঙ্গুলি।
লর্ডসের ব্যালকনির কথা মনে পড়লেই স্মৃতিতে ভেসে ওঠে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালের কথা। টানটান উত্তেজনার ম্যাচে ইংল্যান্ডে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ভারত দুর্ধর্ষ ম্যাচ জেতার পর লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি খুলে উড়িয়েছিলেন সৌরভ। এদিন লর্ডসের ব্যালকনির আদলে তৈরি গড়িয়া মিতালি সংঘের দুর্গাপুজোর মণ্ডপে সৌরভ অবশ্য জার্সি খুলে ওড়াননি। ওড়ালেন জাতীয় পতাকা। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। সৌরভ গাঙ্গুলি এবারই ৫০ বছর পূর্ণ করেছেন। সেই দুটি ঘটনার মেলবন্ধনই দেখা গেল এই পুজোর মণ্ডপে। সৌরভের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। সৌরভকে কেক খাইয়ে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। দুজনে একসঙ্গে পুজোর উদ্বোধনও করেন।
❤ Support Us