Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৪, ২০২৩

পাক-পন্থী স্লোগানের কড়া প্রতিক্রিয়া, লোনকে হলফনামা দাখিলের নির্দেশ দিল শীর্ষ আদালত

আরম্ভ ওয়েব ডেস্ক
পাক-পন্থী স্লোগানের কড়া প্রতিক্রিয়া,  লোনকে হলফনামা দাখিলের নির্দেশ দিল শীর্ষ আদালত

সুপ্রিম কোর্ট আজ ন্যাশনাল কনফারেন্স নেতা মোহাম্মদ আকবর লোন, যিনি  ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ করার প্রধান আবেদনকারী, তাঁকে লিখিতভাবে ভারতের সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নিতে বলেছে। মোহাম্মদ আকবর লোনকে আগামীকাল একটি হলফনামা দাখিল করতে বলা হয়েছে শীর্ষ আদালতের তরফে। তাঁর বিরুদ্ধে  কেন্দ্রের শীর্ষ আইন আধিকারিকের অভিযোগ, তিনি ২০১৮ সালে জম্মু ও কাশ্মীর বিধানসভায় পাকিস্তানপন্থী স্লোগান তুলেছিলেন। সুপ্রিম কোর্ট মোহাম্মদ আকবর লোনকে একটি হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে এই কারণে যে তাঁর সংবিধানের প্রতি আনুগত্য আছেন।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ বলেছেন, “আমরা আকবর লোনের কাছ থেকে এটা চাই যে তিনি নিঃশর্তভাবে স্বীকার করুন যে জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তিনি ভারতের সংবিধান মেনে চলেন এবং সংবিধানের  প্রতি তিনি আনুগত্য রাখেন।”

এই বেঞ্চ-এ রয়েছেন,  বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, বিআর গাভাই এবং সূর্য কান্ত রয়েছেন। এই বেঞ্চ বলেছিলে যে আকবর লোনের কাছ থেকে বিবৃতি চাওয়া হবে তখন যখন তাঁর জবাব দেওয়ার যুক্তি উপস্থাপনের পালা শুরু হবে।

সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, “সিনিয়র নেতাদের কাছ থেকে আসা এই বিবৃতিগুলির নিজস্ব প্রভাব রয়েছে। এই ঘটনায় তাঁকে যদি ক্ষমা করা হয় তাহলে সেটা অন্যদের উৎসাহিত করবে। জম্মু ও কাশ্মীরে স্বাভাবিকতা আনার ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতেও প্রভাব ফেলবে।”

তুষার মেহতা আরও বলেন, আকবর লোনকে অবশ্যই বলতে হবে যে তিনি জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ এবং সন্ত্রাসবাদের বিরোধিতা করেন।

এদিকে প্রবীণ আইনজীবী কপিল সিবাল বিচারকদের বলেন, মোহাম্মদ আকবর লোন মঙ্গলবারের মধ্যে হলফনামা দাখিল করবেন এবং যদি তিনি তা না করেন তবে তিনি আর তাঁর হয়ে প্রতিনিধিত্ব করবেন না। কপিল সিবাল বলেন,  “তিনি লোকসভার একজন সাংসদ। তিনি ভারতের একজন নাগরিক এবং সংবিধান অনুসারে তাঁর পদে শপথ নিয়েছেন। তিনি ভারতের সার্বভৌমত্বকে স্বীকার করেন।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!