Advertisement
  • দে । শ
  • মে ১২, ২০২৩

মুখ্যমন্ত্রীর হাতেই দিল্লির সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা, রায় শীর্ষ আদালতের। প্রতিক্রিয়ায় কেজরি, ‘গণতন্ত্রের জয়’

স্বাগত-- বলল কাস্তে-হাতুড়ির লাল। পদ্মের অভিযোগ, ঘনঘন বদলি হবেন অফিসাররা

আরম্ভ ওয়েব ডেস্ক
মুখ্যমন্ত্রীর হাতেই দিল্লির সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা, রায় শীর্ষ আদালতের।  প্রতিক্রিয়ায় কেজরি, ‘গণতন্ত্রের জয়’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকার সুপ্রিম কোর্টের রায়ে খুশি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ রায় দিয়েছে, দিল্লিতে সব ধরনের প্রশাসনিক ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ থাকবে দিল্লি সরকারের হাতে। জমি, পুলিশ এবং জন নিরাপত্তা ব্যবস্থা ছাড়া অন্য প্রশাসনিক বিষয়গুলিতে দিল্লি সরকারের হাতেই সমস্ত ধরনের ক্ষমতা ন্যস্ত থাকবে। এর জেরে সংরক্ষিত বিষয় ছাড়া দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর সরকারি অফিসারদের সরাসরি কোনও নির্দেশ দিতে পারবেন না। সরকারি অফিসারদের কোন ক্ষেত্রে নিয়োগ করা হবে সেবিষয়ে এবং সরকারি অফিসারদের বদলি সংক্রান্ত যাবতীয় ক্ষমতাও দিল্লি সরকারের হাতেই থাকবে বলে সর্বসম্মতভাবে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের বিচারপতিরা।

প্রশাসনিক ক্ষমতা নিয়ে গত ৯ বছর ধরে দিল্লি সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরোধ চলেছে। সুপ্রিম কোর্টের রায়ে সেই বিরোধের নিষ্পত্তি হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।  সর্বোচ্চ আদালতের নির্দেশ, কেন্দ্রীয় সরকারকে তার সাংবিধানিক এক্তিয়ারের মধ্যেই কাজ করতে হবে।

সুপ্রিম কোর্টের  রায়ের পরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, সুপ্রিম কোর্টের এ  রায় আদতে গণতন্ত্রের জয়। এজন্য কেজরিওয়াল সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পাশাপাশি আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাও সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন।সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে সিপিএম।   বিজেপির অভিযোগ, সুপ্রিম কোর্টের এ  রায়ের পরে দিল্লি সরকার ঢালাওভাবে অফিসারদের বদলি করবে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ রায়ে এও জানিয়েছে, দিল্লির নির্বাচিত সরকারের হাতেই প্রশাসনিক কাঠামো থাকা উচিত। কারণ এই সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!