Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৫, ২০২৩

মথুরার জমি বিতর্কে সুপ্রিম অভিমত, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ নয়

আরম্ভ ওয়েব ডেস্ক
মথুরার জমি বিতর্কে সুপ্রিম অভিমত, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ নয়

মথুরার কৃষ্ণ জন্মভূমি জমি বিবাদে, সুপ্রিম কোর্ট জমি জরিপের অনুমোদনের আদেশ স্থগিত করতে অস্বীকার করেছে।মন্দিরে
স্বপক্ষে বিভিন্ন সংগঠনের দাবি, মসজিদটি কৃষ্ণের জন্মস্থানে নির্মিত হয়েছিল। গত বছরের ডিসেম্বরে স্থানীয় একটি আদালত দাবিটি স্বীকার করলেও এলাহাবাদ হাইকোর্ট তথ্য অনুসন্ধানের নির্দেশ দেয়।তার পরেই অপর পক্ষ বিষয়টির ফয়সলায় শীর্ষ আদালতে মৌখিক আবেদন জানায় ।

মন্দির সংস্কারে পক্ষে যারা, তাদের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন, “সুপ্রিম কোর্ট জমি জরিপের কার্যধারা স্থগিত করতে অস্বীকার করেছে, তারা জানিয়েছে যে হাইকোর্টের আদেশ অব্যাহত থাকবে এবং সুপ্রিম কোর্টের এই বিষয়ে কোনও স্থগিতাদেশ নেই।”

বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট মথুরার শাহী ইদগাহ মসজিদে একটি বৈজ্ঞানিক সমীক্ষা পরিচালনার অনুমোদন দিয়েছে।  আদালত এজন্য একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে শাহী ইদগাহ মসজিদের জরিপের জন্য নীতিগত অনুমোদন দেন। জরিপের জন্য আইনজীবীদের কমিশনের পদ্ধতি সম্পর্কে আগামী ১৮ ডিসেম্বর সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, লখনউয়ের বাসিন্দা রঞ্জনা অগ্নিহোত্রী শ্রী কৃষ্ণ জন্মভূমির ১৩.৩৭ একর জমির মালিকানার দাবি জানিয়ে মামলা করেছিলেন। তাঁর আইনি মামলায় শ্রীমতি অগ্নিহোত্রী শ্রী কৃষ্ণ জন্মভূমিতে নির্মিত শাহী ইদগাহ মসজিদ অপসারনের আবেদন জানিয়েছেন।

মথুরার আদালতে দায়ের করা মামলায় কৃষ্ণের জন্মস্থানের কাছে কাটরা কেশব দেব মন্দিরের ১৩.৩৭ একর প্রাঙ্গনে মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে ১৬৬৯-৭০ সালে নির্মিত একটি মসজিদ অপসারণের আবেদন করা হয়েছে।

মসজিদের পক্ষে যারা, তারা এর আগে ১৯৯১ সালের উপাসনার স্থান আইনের উদ্ধৃতি দিয়ে আবেদনটি খারিজ করতে চেয়েছিল, যা ১৫ আগস্ট, ১৯৪৭-এর মতো যেকোনো উপাসনালয়ের ধর্মীয় মর্যাদা বজায় রাখাকে স্বৃকীতি দিয়েছিল।

আদালত মথুরার স্থানীয় আদালতে  কৃষ্ণ জন্মভূমি-শাহী মসজিদ সংক্রান্ত সমস্ত বিচারাধীন মামলাগুলি নিজের কাছে স্থানান্তর করার পরে কৃষ্ণ জন্মভূমি-শাহী মসজিদ বিরোধের বিষয়ে হাইকোর্টে এখনও মোট ১৮টি মামলা রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!