Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ২৮, ২০২৩

কুস্তিগিরদের দাবি মানল দিল্লি পুলিশ। শীর্ষ আদালতে তদন্ত শুরু ব্রিজভূষণের বিরুদ্ধে

আরম্ভ ওয়েব ডেস্ক
কুস্তিগিরদের দাবি মানল দিল্লি পুলিশ। শীর্ষ আদালতে তদন্ত শুরু ব্রিজভূষণের বিরুদ্ধে

আন্দোলনকারী কুস্তিগিরদের সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল।কুস্তি ফেডারেশন সচিব ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে অবশেষে রাজি হল দিল্লি পুলিশ । এই প্রসঙ্গে দেশের শীর্ষ আদালত অভিযোগকারিণীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে। তবে মামলার তদন্ত প্রক্রিয়ার দিকে শীর্ষ আদালত নজর রাখবে না বলে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিয়েছেন। তবে তদন্তের গতি সম্পর্কে শীর্ষ আদালতকে অবগত করতে হবে। ইতিমধ্যেই খেলাধুলা ছাড়াও দেশের নানা মহল থেকে সমর্থন এসেছে প্রতিবাদী কুস্তিগিরদের পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে স্বরা ভাস্কর- সবাই প্রতিবাদী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন।

কুস্তি ফেডারেশনের সচিব ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে গত শুক্রবার যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেন ভিনেশ ফোগাট-সহ ৭ জন কুস্তিগির। তবে অভিযোগ পেয়েও দিল্লি পুলিশের তরফে এফআইআর দায়ের করার সদিচ্ছা দেখানো হচ্ছিল না। এর পর এফআইআর দায়েরের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন কুস্তিগিররা। তবে শুক্রবার শুনানি শুরুর আগেই কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করতে রাজি হয়েছে দিল্লি পুলিশ।

এদিকে এফআইআর দায়েরের প্রতিশ্রুতি পুলিশের তরফে পেলেও অভিযোগকারীর বিরুদ্ধে মামলা খারিজ করতে চাননি প্রধান বিচারপতি। কুস্তিগিরদের তরফে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তিনি জানান, নিরাপত্তার অভাব বোধ করছেন অভিযোগকারিণীরা। নাবালিকা অভিযোগকারিণীকে আপাতত দিল্লি থেকে সরিয়ে গোপন ঠিকানায় রাখা হয়েছে। এই কথা শুনে প্রধান বিচারপতি নির্দেশ দেন, প্রত্যেক অভিযোগকারিণীর জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আপাতত মামলা খারিজ না করে আগামী সপ্তাহে তদন্তের অগ্রগতি সম্পর্কে শীর্ষ আদালতে জানাতে হবে বলেও নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি।

গত রবিবার থেকে যৌন হেনস্থার অভিযোগে যন্তর মন্তরে ধরনায় বসেছেন কুস্তিগিররা। অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়া, অভিনব বিন্দ্রা থেকে শুরু করে একঝাঁক ক্রীড়াবিদ কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ মহুয়া মৈত্র, প্রিয়াঙ্কা চতুর্বেদীরাও কুস্তিগিরদের সমর্থনে আলাদা করে তাঁদের সমর্থন প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে টুইট করেন। কুস্তিগিরদের সঙ্গে দেখা করতে যাবেন তৃণমূল সাংসদ দোলা সেন ও অপরূপা পোদ্দার। তবে পিটি ঊষার মতো কিংবদন্তি ক্রীড়াবিদ বলেছিলেন, রাস্তায় প্রতিবাদ করতে নেমে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন কুস্তিগিররা। তবে এই মন্তব্যের জন্য দেশজুড়ে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন বিজেপি সাংসদ পিটি ঊষা। শেষ পর্যন্ত শীর্ষ আদালতের হস্তক্ষেপে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হল।


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Debasish
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
error: Content is protected !!