শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
মণিপুরের যে সব মামলার তদন্তের সঙ্গে সিবিআই জড়িয়ে রয়েছে, সেই মামলা এবার অসমের কোর্টে অনলাইন শুনানি হবে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। মামলাগুলিকে সুপ্রিম কোর্ট অসম কোর্টে স্থানান্তরিত করেছে। মামলার বিচারের জন্য নিম্ন আদালত মনোনয়নের ভার দেওয়া হয়েছে অসমের হাইকোর্টের প্রধান বিচারপতিকে। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই বার্তা দিয়েছেন। এর মধ্যে মণিপুরের হিংসা বিষয়ক ১৭টি মামলা আছে , যার তদন্ত সিবিআই করছে। এই মামলার মধ্যে সেই জঘন্য ঘটনাও আছে যেখানে দু মহিলাকে নগ্ন করে রাজপথে হাঁটানো হয়েছিল এবং যৌন নির্যাতন, ধর্ষণ করা হয়েছিল, যে ভিডিও সামনে আসতেই মণিপুর নিয়ে দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে।
এই মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ধৃতদের রিমান্ডে নেওয়া, হিংসায় অভিযুক্ত ব্যক্তি এবং সাক্ষীদের শুনানিও গুয়াহাটিতে হবে। কোর্ট বলছে, কে কতটা বেশি আঘাত পেয়েছে, তার মধ্যে আমরা যেতে পারি না, দুই তরফের মানুষই আক্রান্ত। উল্লেখ্য, গত মে মাস থেকে জ্বলছে মণিপুর। শতাধিক মানুষ সেখানে নিহত হয়েছেন। এরপরই বিভিন্ন মামলার তদন্ত শুরু হয়।
গত ২৫ অগস্ট সুপ্রিম কোর্ট মণিপুরের হিংসা ইস্যুতে সিবিআইর হাতে থাকা মামলাগুলি স্থানান্তরের নির্দেশ দেয়। শীর্ষ আদালত নির্দেশ দেয়, শারীরিক উপস্থিতির পাশাপাশি ভার্চুয়াল শুনানিও এই মামলায় হতে পারে। আর এই ভার্চুয়াল শুনানির জন্য সুপ্রিম কোর্ট মণিপুর সরকারকে সঠিক ইন্টারনেট সংযোগ প্রদানের নির্দেশও দিয়েছে।
মণিপুর-ভিত্তিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পরীক্ষা সনাক্তকরণ প্যারেড বা টিআই প্যারেড পরিচালনা করা যেতে পারে বলেও শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি ফৌজদারি বিচার পরিচালনার জন্য মণিপুরে এক বা একাধিক ভাষার সাথে পরিচিত বিচারকদের মনোনীত করবেন।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34