- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২১, ২০২৩
তামিলনাড়ু ও কেবল রাজ্যে বিল বিতর্ক, সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে দুই রাজ্যের রাজ্যপাল
কেরল ও তামিলনাড়ুর রাজ্যপাল বহুদিন ধরে রাজ্য সরকারের পাঠানো বিল সই না করে ফেলে রেখেছে। তাই ওই দুই রাজ্যের সরকার রাজ্যপালের বিরুদ্ধে শীর্ষ আদালতে নালিশ জানিয়েছে। এবার এই বিল বিতর্কে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়লেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। রাজ্যপাল রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলে সই না করে তিন বছর ধরে ঝুলিয়ে রেখে ফেরত পাঠাতে পারেন কিনা, তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, তামিলনাড়ু বিধানসভা আবার ১০টি বিল পাশ করিয়েছে। দেখা যাক, রাজ্যপাল এবার কী করেন। সংবিধান অনুযায়ী দ্বিতীয় বার বিধানসভায় পাশ করানো বিল “অর্থ বিল” হিসাবে বিবেচনা করতে হয় সে কথা মনে করিয়ে দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চের প্রশ্ন, “তিন বছর ধরে রাজ্যপাল কী করছিলেন?”
শুধু তামিলনাড়ুই নয়, পাশাপাশি আরও কিছু রাজ্যের রাজ্যপালও শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়েছেন। পশ্চিমবঙ্গে অস্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। অকারণে বিল আটকে রাখছেন রাজ্যপাল, এই অভিযোগ রয়েছে কেরল রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে। কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের বিরুদ্ধে সিপিএম সরকারের করা মামলায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কেন্দ্রীয় সরকারের জবাব তলব করেছে সোমবার। কেরলের রাজ্যপাল সাতটি বিল আটকে রেখেছেন বলে অভিযোগ। এখন দেখার শীর্ষ আদালতের হস্তক্ষেপে এই দুই রাজ্যের রাজ্যপাল রাজ্যের দীর্ঘদি আটকে থাকা বিলে সই করেন কি না।
❤ Support Us