Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৯, ২০২৪

গ্রাহ্য হলনা মেয়াদ বৃদ্ধির শুনানির আবেদন ,২১ দিনের অন্তর্বর্তী জামিনের শেষে আবার তিহাড়েই কেজরিওয়াল

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্রাহ্য হলনা মেয়াদ বৃদ্ধির শুনানির আবেদন ,২১ দিনের অন্তর্বর্তী জামিনের শেষে আবার তিহাড়েই কেজরিওয়াল

অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির   শুনানিড় আবেদন  গ্রাহ্য হলনা লিকার কান্ডে অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের । স্বাস্থ্যজনিত কারণে জামিনের দিন  সাতদিন বাড়ানোর জন্য আদালতে আর্জি জানান তিনি। কিন্তু সে আবেদন সরাসরি নাকচ করে দেন শীর্ষ আদালতের রেজিস্ট্রার।
আগামী  ২ জুন তিহাড় জেলে ফিরে যাওয়ার কথা দিল্লির মুখ্যমন্ত্রীর। এর আগে নির্বাচনী প্রচারের  জন্য তিনি আদালতে অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করেন, যা মঞ্জুর হয়। আদালত তাঁকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দেয়। জুনের প্রথম দিন সেই মেয়াদ শেষ হচ্ছে।
গতকাল  কেজরিওয়ালের আবেদন গ্রহণ করা নিয়ে আলোচনা হয় সুপ্রিম কোর্টে। এবং সিদ্ধান্ত হয়  প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে বিষয়টি পাঠানো হবে। কিন্তু বুধবার শীর্ষ আদালতের রেজিস্ট্রার জানান,কেজরিওয়ালকে অনুমোদন দেওয়া হয়েছিল যে  জামিন সংক্রান্ত বিষয়ে ট্রায়াল কোর্টে আবেদন করা যাবে।  সেক্ষেত্রে এই  আবেদনটি জরুরি ভিত্তিতে শুনানির তালিকায় অন্তর্ভুক্ত  করার প্রশ্ন ওঠে না।
এদিকে কেজরি ওয়ালের আইনজীবী জানাচ্ছেন , হেফাজতে থাকার পর তাঁর শারীরিক দুর্বলতা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে।  ওজন কমেছে প্রায় সাত কেজি। শরীরে অস্বাভাবিক হারে বেড়েছে কিটোনের মাত্রা। এছাড়াও বেশ কিছু রোগের উপসর্গ দেখা দিয়েছে , যা দেখে চিকিৎসকেরা গুরুতর কোনও রোগে আক্রান্ত হওয়ার ইঙ্গিত পাচ্ছেন। তাই দিল্লির মুখ্যমন্ত্রীর PET-CT  স্ক্যান করানো হবে বলে জানা যাচ্ছে।
চিকিৎসকদের এই নিদানের জন্য কেজরি ওয়ালের গ্রেফতারের পর সব কিছু মেটাতে আরও সাত দিন সময় লাগতে পারে। কিন্তু সেই সাতদিনের আবেদন গ্রাহ্য হলনা দিল্লির মুখ্যমন্ত্রীর ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!