Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৩, ২০২৪

নতুন প্রতিভা তুলে নিয়ে আসার লক্ষ্যে ‌বর্ধমান মডেল স্কুলের উদ্যোগে স্কুল দাবা

আরম্ভ ওয়েব ডেস্ক
নতুন প্রতিভা তুলে নিয়ে আসার লক্ষ্যে ‌বর্ধমান মডেল স্কুলের উদ্যোগে স্কুল দাবা

দিব্যেন্দু বড়ুয়া, সূর্যশেখর গাঙ্গুলি, সন্দীপন চন্দ, নীলোৎপল দাস, দীপ সেনগুপ্ত, সপ্তর্ষি রায় চৌধুরিদের পথ অনুরসণ করে বাংলার দাবার ঔজ্বল্য ধরে রেখেছেন দীপ্তায়ন ঘোষ, সপ্তর্ষি রায়, মিত্রাভ গুহ, কৌস্তভ চ্যাটার্জিরা। বাংলার দশম গ্র‌্যান্ডমাস্টার হয়েছেন কৌস্তভ চ্যাটার্জি। অপেক্ষায় রয়েছেন দুই আন্তর্জাতিক মাস্টার আরন্যক রায় ও নীলাশ সাহা। সেপ্টেম্বরে আন্তর্জাতিক মাস্টারের তকমা পেয়েছেন শুভায়ন কুণ্ডু।
একসময় যে বাংলায় প্রচুর দাবাড়ু উঠে এসেছেন, বর্তমানে সেই বাংলাতেই দাবার খরা। আর দাবার নতুন প্রতিভা তুলে নিয়ে আসার জন্য এগিয়ে এসেছেন অচিন্ত্য মণ্ডল। তাঁর উদ্যোগেই বর্ধমান মডেল স্কুল আয়োজন করল স্কুল দাবা। ১ ও ২ অক্টোবর, দু’‌দিন ব্যাপী এই স্কুল দাবায় পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার ‘‌সহোদয়া স্কুল কমপ্লেক্স’‌ সিবিএসসি–র অধীনে থাকা বিভিন্ন স্কুলের ছাত্র–ছাত্রীরা অংশ নিয়েছিল। দুই জেলার স্কুলভিত্তিক এই প্রতিযোগিতায় সব বিভাগ মিলিয়ে প্রথম স্থান অর্জন করেছে পশ্চিম বর্ধমানের বার্নপুর রিভারসাইড স্কুল। দ্বিতীয় স্থান পেয়েছে আয়োজক পূর্ব বর্ধমানের বর্ধমান মডেল স্কুল। তৃতীয় স্থান অর্জন করেছে পূর্ব বর্ধমান জেলারই মেমারি ক্রিস্টাল মডেল স্কুল।
বয়সভিত্তিক এই স্কুল দাবায় অনূর্ধ্ব ১১ দলগত বিভাগে প্রথম হয়েছে বর্ধমান মডেল স্কুল, দ্বিতীয় বার্নপুর রিভারসাইড স্কুল। অনূর্ধ্ব ১৪ বিভাগে প্রথম ডিএভি মডেল স্কুল দুর্গাপুর, দ্বিতীয় বার্নপুর রিভারসাইড স্কুল। অনূর্ধ্ব ১৭ বিভাগে প্রথম বার্নপুর রিভারসাইড স্কুল, দ্বিতীয় বর্ধমান মডেল স্কুল। অনূর্ধ্ব ১৯ বিভাগে প্রথম বার্নপুর রিভারসাইড স্কুল। আর দ্বিতীয় স্থান পেয়েছে পুর্ব বর্ধমান ইন্টারন্যাশানাল স্কুল। ‘‌সহোদয়া স্কুল কমপ্লেক্স’‌ সিবিএসসি–র মস্তিস্কপ্রসূত একটি উদ্যোগ। সিবিএসসি বোর্ড অনুমোদিত পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার স্কুলগুলির একটি যৌথ মঞ্চ। তাই সহোদয়া কমপ্লেক্সের ঘরানা অনুযায়ী বিভিন্ন স্কুল আন্তঃস্কুল প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এছাড়াও ২ অক্টোবর রাজ্যের পেশাদার দাবাড়ুদের নিয়ে একদিনের একটা প্রতিযোগিতাও আয়োজন করেছিল বর্ধমান মডেল স্কুল। রাজ্যের বিভিন্ন প্রান্তের ১৭৫ জন দাবাড়ু প্রতিযোগিতায় অংশ নেন। প্রথম স্থান পেয়েছেন অম্বরীশ শর্মা এবং দ্বিতীয় শঙ্খদীপ মাইতি।
বর্ধমান মডেল স্কুলের কর্নধার অচিন্ত্য মণ্ডল বলেন, ‘‌এতবড় কর্মকান্ড আয়োজন করার পেছনে লক্ষ্য হল নতুন প্রজন্মকে দাবার প্রতি আকৃষ্ট করে জীবনের দিশা খুঁজে দেওয়া। নবীন প্রজন্মকে পথ না দেখিয়ে শুধু দোষারোপ করলে চলবে না। আমাদের সেই এগিয়ে লক্ষ্যে পৌঁছতে পারলেই সার্থকতা। এই দাবা টুর্নামেন্ট দেখে অনুপ্রানিত হয়ে একজনও বিশ্বনাথন আনন্দ কিংবা দিব্যেন্দু বড়ুয়া হওয়ার স্বপ্ন দেখবে।’‌ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্ট ক্রীড়া প্রশাসক ও আইনজীবী পীরদাস মণ্ডল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!