Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৯, ২০২৪

টানটান উত্তেজনার ম্যাচে চণ্ডীগড়কে ৩ রানে হারিয়ে সৈয়দ মুস্তাকের কোয়ার্টার ফাইনালে বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
টানটান উত্তেজনার ম্যাচে চণ্ডীগড়কে ৩ রানে হারিয়ে সৈয়দ মুস্তাকের কোয়ার্টার ফাইনালে বাংলা

শেষ ওভারে চণ্ডীগড়ের জয়ের জন্য দরকার ছিল ১১ রান। হাতে ৩ উইকেট। টি২০ ক্রিকেটে খুব একটা কঠিন লক্ষ্য নয়। বল হাতে সায়ন ঘোষ। চণ্ডীগড়ের ব্যাটারদের কাজটা কঠিন করে দিয়েছিলেন বাংলার এই জোরে বোলার। তাঁর প্রথম ২ বলে আসে মাত্র ২ রান। তৃতীয় বলে কোনও রান হয়নি। চতুর্থ বল ওয়াইড হলেও রান আউট জগজিৎ সিং। তাঁর রান আউটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার ম্যাচে চণ্ডীগড়কে ৩ রানে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় চণ্ডীগড়। গ্রুপ লিগে দাপট দেখানো বাংলার ওপেনার অভিষেক পোড়েল (‌৯ বলে ৮) প্রি–কোয়ার্টার ফাইনালে ব্যর্থ। অধিনায়ক সুদীপ ঘরামি (‌০)‌, শাকির হাবিব গান্ধীও (‌১০ বলে ১০)‌ রান পাননি। দ্রুত ৩ উইকেট হারালেও আক্রমণাত্মক ব্যাটিং থেকে সরে আসেননি করণ লাল ও ঋত্বিক চ্যাটার্জি। ২৫ বলে ৩৩ রান করে আউট হন করণ লাল। মারেন একটি চার এবং দুটি ছক্কা। অন্যদিকে ১২ বলে ২৮ রান করেন ঋত্বিক।
শাহবাজ আহমেদ (‌৭)‌, অগ্নিভ পান (‌৬)‌ দ্রুত আউট হন। একসময় ৯১ রানে ৬ উইকেট হারায় বাংলা। শেষ দিকে জ্বলে ওঠেন প্রদীপ্ত প্রামাণিক এবং মহম্মদ সামি। বল হাতে আগেই নিজেকে প্রমাণ করেছেন এবার ব্যাট হাতে জ্বলে উঠলেন শামি। চণ্ডীগড়ের বিরুদ্ধে ১৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন সামি। মারেন তিনটি চার এবং দুটি ছক্কা। প্রদীপ্ত প্রামানিক ২৪ বলে করেন ৩০। তাঁর ইনিংসে রয়েছে তিনটি চার এবং একটি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান তোলে বাংলা। চণ্ডীগড়ের জগজিত সিং ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট নেন। রাজ বাওয়া নেন ২ উইকেট।
য়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই আসলান খানের (‌০)‌ উইকেট হারায় চণ্ডীগড়। ইনিংসের তৃতীয় বলেই তাঁকে তুলে নেন মহম্দদ সামি। এরপর শিবম ভামরিকে (‌১০ বলে ১৪)‌ ফেরান সায়ন ঘোষ বলে। অমৃত লুবানাকেও (‌১৬ বলে ১৪)‌ তুলে নেন সায়ন। এরপর ২৪ বলে ২৩ রান করে শাহবাজের বলে আউট হন মনন ভোরা। ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চণ্ডীগড়।
এরপর রাজ বাওয়া এবং প্রদীপ যাদব জুটি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রদীপকে (১৯ বলে ২৭)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন কনিষ্ক শেঠ। ২০ বলে ৩২ রান করে সায়ন ঘোষের বলে আউট হন রাজ বাওয়া। নাটক জমে ওঠে শেষ ওভারে। চণ্ডীগড়ের প্রয়োজন ছিল ১১ রানের। বল হাতে দলকে জয় এনে দেন সায়ন ঘোষ। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রানে আটকে যায় গেল চণ্ডীগড়। ৩০ রানে ৪ উইকেট নেন সায়ন। ৩৫ রানে ২ উইকেট কনিষ্ক শেঠের। ২৫ রানে ১ উইকেট সামির।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!